নিজস্ব প্রতিনিধি,কাঁকসা(খবর7দিন প্লাস):-আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি নিয়ে এবং পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে আদিবাসী যুবতীকে খুনের ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে এবং বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ কাঁকসা থানার পুলিশের কাছে স্মারকলিপি জমা দিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এদিন ভারত যাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে তিনটি বিষয় নিয়ে কাঁকসা থানার পুলিশের দারস্ত হন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
সংগঠনের সদস্য সন্টু মাড্ডি জানিয়েছেন, আরজি কর হাসপাতালে যে মহিলা ডাক্তারি পড়ুয়াকে খুন ও ধর্ষণ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়।এই ঘটনায় দ্রুত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। পাশাপাশি গত ১৪ তারিখ রাত্রে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় এলাকায় যে আদিবাসী যুবতীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনার অভিযুক্ত দোষী ব্যক্তি যাতে দ্রুত গ্রেপ্তার হয় সেই দাবিও তোলা হয়েছে।এই বিষয় নিয়ে তারা ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় আন্দোলন করেছেন। পাশাপাশি রাজ্য নেতৃত্ব তাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশ মত তারা আগামী দিনে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।