ফুটপাত দখলমুক্ত অভিযান বীরভূমের ইলামবাজারের খড়ুই বাসস্ট্যান্ডে।।

 


জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):-
এই প্রথম ফুটপাত দখলমুক্ত করতে জবরদখলকারীদের ফুটপাত ছাড়তে অভিযান করলো ইলামবাজার পঞ্চায়েত সমিতি ও PWD আধিকারিক। এদিন ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হকারদের  ও ফুটপাত  দখল করে যারা ব্যবসা করছেন তাদের দ্রুত দখল মুক্ত করা হয়। ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একাধিকবার অ্যানাউন্সমেন্ট করা হয় দোকানদার দিকে এবং নোটিশ দেওয়া হয়েছে ফুটপাত দখলকারীদের কে। দোকানদাররা নিজেই তাদের দোকান ভেঙ্গে দিয়েছেন বলেই এমনটা জানা যায়। তবে বাকি রয়েছে শুধু স্ট্রাকচার,সেই গুলিকে আজ জেসিবি দিয়ে ভাঙ্গা হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে।


ফুটপাত মুক্ত বিষয়ে কড়া নির্দেশ জারি করে ,করা নির্দেশিকা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে  কথা বলেন স্থানীয়  ব্যবসায়ী সহ ফুটপাত দখল করে যারা ব্যবসা করছিল তাদেরকে সম্পূর্ণরূপে ফুটপাত মুক্ত করা হলো।প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য জুড়ে চলছে অবৈধ দখলদারি ফুটপাত মুক্ত উচ্ছেদ অভিযান। দেখা যাচ্ছে জায়গা জবরদখল করে চলছে অস্থায়ী দোকানদানী ও ব্যবসা করতে। রাস্তাসহ, সরকারী বিভিন্ন জায়গায় ও সরকারি দপ্তর সংলগ্ন এলাকায় গজিয়ে উঠেছে গুমটি দোকান।সেই জায়গায় সরকারি ফুটপাত দখল করে ইলামবাজার ব্লকের বিভিন্ন এলাকায় চলছে বিভিন্ন ব্যবসা ও বসেছে দোকানপাট। ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে PWD জায়গায় এমনকি মাফ করা হয়। তারপরই শুরু হয় ফুটপাত দখল মুক্ত অভিযান। 


সাধারণ মানুষের এমনটাই দাবি করছেন সরকার যদি পুনঃবাসনার জন্য কিছু ব্যবস্থা করেন তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারি।

নবীনতর পূর্বতন