জাল নোট পাচার করতে গিয়ে ধরা পরল মালদার এক ব্যক্তি। ধৃত ব্যক্তিকে পুলিশের হেফাজতের নির্দেশ মহাকমা আদালতের।

নিজস্ব প্রতিনিধি(খবর7দিন প্লাস):- নকল টাকা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক ব্যক্তি।ধৃত ব্যক্তির নাম ফিরোজ আলম শেখ।তার বাড়ি মালদা জেলায়।ধৃত ব্যক্তিকে আজ দুপুর  নাগাদ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে কাঁকসার বিরুডিহার কাছে হাতে একটি লাইলনের ব্যাগ নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন।রাজ্য পুলিশের এস টি এফ এর একটি দল গোপন সূত্র মারফত খবর পেয়ে ওই ব্যক্তিকে আটকে তার হাতের ব্যাগ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ টাকার বেশ কয়েকটি বান্ডিলে প্রায় ৫লক্ষ টাকা উদ্ধার করে।ওই ব্যক্তিকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।জাল নোট চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার সন্ধান চালাচ্ছে পুলিশ।জানা গেছে জাল নোট গুলি বাংলাদেশ থেকে আনা হয়েছে ।সেগুলি ধৃত ব্যক্তি পাচার করতে বেরিয়েছিলেন। কাঁকসা থানা পুলিশ দুর্গাপুর মহাকুমার আদালতে ধৃত ব্যক্তিকে পেশ করলে অভিযুক্ত ব্যক্তিকে তদন্তর স্বার্থে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

নবীনতর পূর্বতন