কলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামলো পুরুলিয়ার বেশকিছু গ্রামের বাসিন্দারা



বাবলু বল,পুরুলিয়া(খবর7দিন প্লাস):-
কলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে পুরুলিয়ার নিতুরিয়ার বারুই পাড়া, বঁড়া, ভামুরিয়া গ্রামের বাসিন্দারা। অভিযোগ দুব্বেশ্বরি কলিয়ারি কর্তৃপক্ষ গ্রামের জমির মালিকদের কোনরূপ অনুমতি ছাড়ায় কোলিয়ারি কতৃপক্ষ  জমি থেকে কয়লা উত্তোলন করে চলেছে বিগত দুই বছর ধরে। জমির মালিকরা খতি পূরন চাইলে নানান টালবাহনা করেছে কর্তৃপক্ষ।গত মার্চ মাসে ক্ষতিপূরনের দাবিতে জমির মালিকদের আন্দোলনের চাপে জমির মালিক দের জমি রেজিস্ট্রির জন্য  কোর্টে এফেডেফেট করায় ই সি এল কতৃপক্ষ। কথা হয় ১৫দিনের মধ্যেই জমির খতি পূরন দেওয়া হবে।আশ্বাসের পর প্রায় চার মাস কেটে গেলেও এখনো কোন টাকা না মেলায় বৃহস্পতিবার সকাল থেকেই কোলিয়ারির উৎপাদন বন্ধ করে দেন জমির মালিক রা।কোলিয়ারি কতৃপক্ষ আবারো ১৫দিন সময় চেয়ে সমাধানের আশ্বাস দিলে জমির মালিকেরা আন্দোলন তুলে নেন।এদিন আন্দোলন চলাকালীন জমির মালিকদের সাথে কোলিয়ারির এককর্মী (ইউনিয়ন লিডার) ধস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।

নবীনতর পূর্বতন