পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):-মালদার গাজোলে ড্রাগন ফলের চাষ করে লাভবান হলেন এক চাষী। এই চাষীর নাম পরিমল রাজবংশী তার বাড়ি গাজোল ব্লকের সীমান্ত এলাকা এবং ওল্ড মালদার সীমান্ত এলাকা গোয়ালপাড়া এলাকায়। তিনি এক বিঘা জমিতে ৩২ ০০ ড্রাগন গাছের চাষ করেছেন ।গত বছরের তুলনায় এবার ফলন ভালো পাচ্ছেন এবং বাজারে দাম ভালো রয়েছে। ড্রাগন চাষ করে তিনি লাভবান হচ্ছেন। তিনি স্বনির্ভর হচ্ছেন। তিনি বলেন আমার বন্ধুর কাছ থেকে এই ড্রাগন চাষ শিখেছি গত বছর চাষ করেছিলাম ফল ভালো পেয়েছিলাম গত বছরের তুলনায় এবার বেশি ফল পাচ্ছি। বর্তমানে বাজারে ড্রাগন ফলের চাহিদা ভালো রয়েছে ফলে দামও ভালো রয়েছে। বর্তমানের আমের কারণে এই ফলের দাম একটু কম রয়েছে আড়াইশো টাকা কিলো এই ফল বিক্রি হচ্ছে পাইকারি দামে। তিনি বলেন আমার এই ফল মালদা জেলা বিহার এবং ভিন্ন রাজ্যেও যাচ্ছে। তিনি বলেন সরকারিভাবে সহযোগিতা পেলে আরও বেশি করে চাষ করা যেত তিনি সরকারি সহযোগিতার আবেদন জানান।
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন এ ড্রাগন চাষ করে লাভবান হওয়া যায় এবং স্বনির্ভর হওয়া যায়। ভালোভাবে চাষ করলে ভালো অর্থ উপার্জন করা যায়।তাই তিনি ড্রাগন চাষ করার জন্য পরামর্শ দেন। তিনি এক বিঘা জমিতে ৩২০০ ড্রাগন গাছ লাগিয়েছেন তিনি রাসায়নিক সার ব্যবহার করছেন না গবরের সার এবং জৈব সার ব্যবহার করছেন। তাই এই ফল খেতে মজাই আলাদা।