জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস:-একদিকে প্রকৃতি বাঁচানো পাশাপাশি জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছে বিজেপি। এই কর্মসূচিতে সামিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সহ জেলা নেতৃত্ব। আজ ২২ শে জুলাই বীরভূমের ইলামবাজার ব্লকের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলীর জয়শঙ্কর বাবার সেবাশ্রমে বিজেপির পক্ষ থেকে "বেল" বৃক্ষরোপণ করা হয়। বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ এই বৃক্ষরোপন করেন। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল,বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকরা এবং এলাকা সাধারণ মানুষজন।
বৃক্ষরোপনের পর বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মন্ডল জানান বিজেপির পক্ষ থেকে প্রকৃতি বাঁচানোর লক্ষ্যে সারা রাজ্য জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রত্যেক বিজেপির কর্মী সমর্থক কে একটি করে গাছ লাগানোর বার্তা দেওয়া হয়েছে। অনাবৃষ্টি,প্রকৃতির খামখেয়ালিপনা সেইসঙ্গে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানোর লক্ষ্যে বৃক্ষরোপণ যে জরুরী এ কথায় তিনি জনসমক্ষে তুলে ধরেন। বীরভূম জেলা জুড়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।।