মুখ্যমন্ত্রীর নির্দেশে খাতা কলমে টাস্ক ফোর্স গঠন হওয়ার সত্যও সব্জির দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।


পার্থ ঝা,মালদা:- খাতা-কলমে  টাস্কফোর্স গঠন হলেও সবজি বাজারে দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, হু হু করে বাড়ছে বাজারে সবজির দাম। সবজি কিনতে হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষদের l যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন ১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে সেই লক্ষ্যে টাস্কফোর্স গঠন করে বাজার হানার নির্দেশ দেন । রাজ্যের অন্যান্য জেলার কিছুটা হলেও সবজির দাম কমলেও, মালদা জেলায় বিশেষ করে ইংরেজবাজার শহরের বেশ কিছু বাজারে সবজির দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি l আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে l

প্রাইকারি মূল্যের থেকে খুচরো বাজারে দামের আকাশ পাতাল তফাৎ দেখা দিচ্ছে।

ইংলিশ বাজার শহরের রেগুলেটেড বাজার দুই নম্বর গভর্নমেন্ট কলোনি বাজার মকদুমপুর বাজার সবজির দামের তফাৎ কতটা জেনে নিন 

*ইংরেজবাজার রেগুলেটেড পাইকারি বাজার দর* 

আলু = ২৬-২৭ কিলো

গাজর = ৩০ কিলো

বেগুন = ৩৫ - ৪০ কিলো

লংকা = ৬৫- ৭০ কিলো

পেঁপে = ২৫- ৩০ কিলো

শসা = ৪০ কিলো

পিয়াজ = ৩৫- ৩৬ কিলো

রসুন =১৭০-১৮০ কিলো

আদা = ১০০-১৫০ কিলো 

করলা = ৫০- ৬০ কিলো

বিমস ক্যাপসিকাম ১২০ টাকা থেকে ১৬০ কিলো


দুই নম্বর গভমেন্ট কলোনি খুচরো বাজার  এর সবজির দাম*

আলু = ২৮-৩২ কিলো

পিয়াজ= ৪০ টাকা কিলো 

আদা= ২০০ টাকা কিলো 

রসুন= ২৫০ টাকা কিলো

বেগুন=৬০ টাকা কিলো 

কাকরোন =৬০ টাকা কিলো

করলা= ৮০ টাকা কিলো

পটল= ৫০ টাকা কিলো

ভেন্ডি =৫০ টাকা কিলো

বিমস ক্যাপসিকাম ১৬০ টাকা কিলো 

গাজর=৫০ কিলো

টমেটো=৭০-৮০ টাকা কিলো

*ইংলিশ বাজারের ঋষি বঙ্কিমচন্দ্র মকদমপুর বাজার সবজির দাম*

আলু = ৩০ টাকা  কিলো

পিয়াজ= ৪০ টাকা কিলো 

আদা= ২০০ টাকা কিলো 

রসুন= ২০০ টাকা কিলো

বেগুন=৬০ টাকা কিলো 

কাকরোন =৬০ টাকা কিলো

করলা= ১০০ টাকা কিলো

পটল= ৬০ টাকা কিলো

ভেন্ডি =৬০ টাকা কিলো

বিমস ক্যাপসিকাম ১৬০ টাকা কিলো 

গাজর=৫০ কিলো

টমেটো=৭০-৮০ টাকা কিলো

লঙ্কা = ১০০ টাকা কিলো

ইংলিশ বাজার রেগুলেটেড সবজি বাজারের সম্পাদক তরুণ ঘোষ জানান, সরকারি নিয়ম মেনে আমরা সবজি বিক্রি করছি তবে এখান থেকে জেলার বিভিন্ন এমনটি শহরের বিভিন্ন প্রান্তের খুচরো অনেক ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে তারাই চড়া দামে বিক্রি করছে 

প্রশাসন এই বিষয়ে নজর দিয়ে দেখুক। তবে এবারের চাহিদা সবজির অনেক কিন্তু জেলায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়াতে গরমে সবজির অনেক ক্ষতি হয়েছে।


ক্ষুদ্র বিক্রেতা প্রশান্ত চৌধুরী ,মিঠুন চৌধুরী, সঞ্জয় কুন্ডু জানান, সবজির মার্কেটের দাম বাড়ছে কারণ তাদেরকেও প্রাইকারী বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে।প্রাইকারি বিক্রেতারা তারা খুচরো বিক্রেতাদের কাছ থেকে চরম দামে কিঞ্চি। বস্তা নিলে একদাম আর বস্তা না দিলে খোলা বস্থায় নিলে আরেক দাম নিচ্ছে সে ক্ষেত্রে সবজির দাম খুচরো বিকড়েতা তাদের ইচ্ছামত বাড়াচ্ছে। আজকের চাহিদা অনুযায়ী সবজির যোগান কম।তবে সাধারণ মানুষের অভিযোগ অবিলম্বে সবজির দাম নিয়ন্ত্রণে আনা হোক। দিনের পর দিন সবজি বাজারের দাম বাড়ছে। আলু গোডাউনে পড়ে রয়েছে টাস্কফোর্স তারা কি করছে কেন সবজির দামের বিষয় নিয়ে তারা আগে থেকে কোন পদক্ষেপ করল না কেন তারা বাজারে ভিজিট করল না

নবীনতর পূর্বতন