!! বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুরে নেশামুক্তি কেন্দ্রের উদ্বোধন হলো !!*

 


জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর 7দিন প্লাস):-২৬ শে জুন "বিশ্ব মাদক বিরোধী" দিবসে  বীরভূমে একটি নেশামুক্তি কেন্দ্রের পথ চলা শুরু হল। দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর কালিবাড়ি সংলগ্ন এলাকায় সরকারি নিবন্ধিকৃত এই নেশামুক্তি কেন্দ্রটি গড়ে উঠেছে।যার নাম দেওয়া হয়েছে "স্বপ্নপূরণ নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র"।  আজ এই কেন্দ্রের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরসভার অন্যতম কাউন্সিলার মানিক মুখোপাধ্যায়। এখানে এই কেন্দ্র গড়ে ওঠার পিছনে ইতিহাস তুলে ধরেন উদ্যোক্তারা। এলাকার নেশাগ্রস্ত যুবকদের এই কেন্দ্রে যেমন চিকিৎসা করা হবে তেমনি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা কবি অজিত চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধক মানিক মুখোপাধ্যায় উদ্বোধনী বক্তব্যে আজকের দিনটির তাৎপর্য এবং সেইসঙ্গে এই কেন্দ্রের সার্বিক সফলতা কামনা করে বক্তব্য রাখেন। এলাকার নেশাগ্রস্থ যুবকদের অন্ধকার পথ থেকে এই কেন্দ্র আলোর দিশা দেবে বলে আশা ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরসভার কাউন্সিলর সাগর কুণ্ড, বুলটি চক্রবর্তী, সনাতন পাল সহ এলাকার সুধী নাগরিকবৃন্দ।।


নবীনতর পূর্বতন