মোহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরে বিশাল মিছিল করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। আজ দুপুরে চড়া রোদ উপেক্ষা করে বাঁকুড়া শহরের হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য এই শোভাযাত্রা এদিন বাঁকুড়া শহরের মানুষের নজর কাড়ে। কয়েকমাস আগে সন্দেশখালির ঘটনা সামনে আসার পর কার্যত শিউরে উঠেছিল গোটা দেশ। সন্দেশখালির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছি ছি পড়ে গিয়েছিল বাংলার উত্তর থেকে দক্ষিণ। সন্দেশখালির সেই ঘটনার ডিভিডেন্ড এবার নিজেদের ভোট বাক্সে তুলতে মরিয়া বিজেপি। আর সেই লক্ষেই সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া লোকসভা এলাকাতেও সন্দেশখালির নির্যাতিতাদের সামনে রেখে মিছিল করল বিজেপির মহিলা মোর্চা । এদিন মিছিলের পুরোভাগে ছিলেন সন্দেশখালির আট জন নির্যাতিতা। মিছিলে অংশ নিয়ে সুভাষ সরকারের দাবী সন্দেশখালির মতো ঘটনা যাতে রাজ্যে আর কোথাও না হয় সেই বার্তা দিতেই সন্দেশখালির মহিলাদের নিয়ে মিছিল করা হয়েছে। একই দাবী করেছেন মিছিলে অংশ নেওয়া সন্দেশখালীর মহিলা।
এইটা বাঁকুড়া জেলা সন্দেশখালি নয় এখানে মা মেয়ে বোনেদের যথেষ্ট সম্মান আছে। যারা এসেছে তারা কোথাকার ?? তাদেরকে কি টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে বলে কটাক্ষ করলেন বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী অরূপ চক্রবর্তী মহাশয়।