জয়ন্ত মন্ডল,বীরভূম:-বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামবাসীদের উদ্যোগে এবং ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় আজ ২৩ শে এপ্রিল থেকে ৩ দিনের “পবিত্র হনুমান জয়ন্তী উৎসব” সাড়ম্বরে শুরু হল। তিন’দিনের এই উৎসব অনুষ্ঠান উপলক্ষে গ্রামের হনুমান মন্দির ফুল আর আলোক-মালায় সাজানো হয়। সকাল থেকেই ছিল ভক্ত পুণ্যার্থীদের ভিড়। পবনপুত্রের প্রতিকৃতি নিয়ে বেলা ১০ টা নাগাদ একটি শোভাযাত্রা সারা গ্রাম পরিক্রমা করে। গ্রামের শিশু-কিশোর মা ও মেয়েরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। উল্লেখ্য,হনুমান রামচন্দ্রের সব থেকে কাছের একজন। রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্র। সনাতনী শাস্ত্রে হনুমানকে বলা হয় পবন পুত্র। আজ ২৩ এপ্রিল এই বৈশাখী পূর্ণিমায় হনুমান জয়ন্তীতে সমাজ সংসারের মঙ্গল কামনায় পণ্ডিতপুর গ্রামের এই হনুমান মন্দিরে পূজা-পাঠ, যাগ-যজ্ঞ ও আরতি অনুষ্ঠিত হয়। পৌরহিত্য করেন লক্ষ্মীনারায়ণপুর গ্রামের পুরোহিত ভজন নায়ক,পূজারী রাজু পৈতণ্ডী পুজো-পাঠ,হোম যজ্ঞে অংশ নেন। পাঠ করা হয় হনুমান চল্লিশা। উপস্থিত ভক্তগণকে শান্তিবারি ছিটিয়ে প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য,নিউ ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আজ থেকে তিনদিন ধরে বাউল, কীর্তন সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবছর এই হনুমান জন্ম-জয়ন্তী সপ্তম বর্ষে পদার্পণ করল। আগামী ২৫ শে এপ্রিল শেষদিনে খিঁচুড়ি মহোৎসবের আয়োজন করা হবে ll