! বীরভূমের দক্ষিণগ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাণফোঁড়া উৎসবে এসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি বলল শুনুন

 


জয়ন্ত মন্ডল, বীরভূম:- শ্রদ্ধা,উৎসাহ আর আনন্দের সঙ্গে বীরভূম জেলার মানুষজনও মেতে উঠেছেন গাজন উৎসব ও নীল পুজোয়। বাস্তবে এই পুজোয় আরাধনা করা হয় দেবাদিদেব মহাদেবের। বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের অন্তর্গত মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম ও ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ভুবনেশ্বর গ্রামে শিবের গাজন উপলক্ষে দীর্ঘদিন থেকে হয়ে আসছে  অনুষ্ঠান ও গাজন উপলক্ষে মেলা। পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়ের উপস্থিতি এই গাজন উৎসবে দেখা যায়।এই ভুবেনশ্বর নাথ মন্দিরটি কমবেশি প্রায় ৩০০ বছরের বেশি পুরনো বলে খেত আছে । এবং এটি ভুবনেশ্বর গ্রামের পাঠক বাড়ি থেকে গাজন উৎসবটির তত্ত্বাবধান করা হয় বলেই সূত্রে জানা যায় । মল্লারপুর দক্ষিণ গ্রামের বাবা শিবের গাজন অনুষ্ঠানটি বানফোড়া নামে বিশেষ খ্যাত লাভ আছে। ২৮ শে চৈত্র দক্ষিণগ্রামের দিঘির ঘাট থেকে শৈব ভক্ত উপবাসীরা জিহ্বার মধ্যে বান ফোঁড়ে। তারপর ভক্ত বৃন্দরা উল্লাসে গ্রাম পরিক্রমা করার পর শিবমন্দির প্রাঙ্গণে এসে বাণগুলো  মুক্ত করে। এবার অন্তত ১৫ জন ভক্ত বাণ ফোঁড়ায় অংশগ্রহণ করে। আর এই শিবের গাজন উপলক্ষে বাণ ফোঁড়া দেখতে সন্নিহিত কয়েকটি গ্রাম থেকে প্রায় ৫-৬ হাজার মানুষ দিঘির ঘাটে বিকেল চারটায় উপস্থিত হন।যারা

বান ফোঁড়েন সেই সখা কোনাই, বুদ্ধদেব ধীবররা অন্যান্যবাবের মতো এবারও উপবাসী দেয়াশীদের জিহ্বায় বাণ ফোঁড়েন।




নবীনতর পূর্বতন