যখন তখন রাস্তা বন্ধ করে দুই কারখানার মধ্যে পারাপার করা হচ্ছে হট মেটেল।বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসীরা


নিজস্ব প্রতিনিধি,খবর7দিন প্লাস – বাঁশকোপা প্রধান রাস্তা দিয়েই এবং রাস্তা বন্ধ করে দুই বেসরকারি ইস্পাত কারখানার মধ্যে গলন্ত লোহা কন্টেনারে করে চলেছে পারাপার । রাস্তা বন্ধ করে দেওয়া হয় দিনে বেশ কয়েকবার । যাতায়াত বন্ধ হয়ে যায় । অভিযোগ, চলে দুই বেসরকারি কারখানার তুঘলকি কান্ড । অভিযোগ বেশ কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে । এ নিয়ে জেলাশাসককেও লিখিতভাবে জানিয়েছেছেন স্থানিয় বাসিন্দারা । কিন্তু প্রায় চার মাসে আগে লিখিত অভিযোগের গুরুত্ব দেয় নি জেলা প্রশাসন বলে অভিযোগ।

 

এমনকি জেলা পরিষদের বন ও ভুমী কর্মাধক্ষ্য বুড়ি টুডু নিজে জানিয়েছেন প্রশাসানকে । কিন্তু দিনের বেলায় গলন্ত লোহা নিয়ে রাস্তা পারাপার বন্ধ হয় নি । চলছে দুই কারখানার তুঘলকি কারবার বলে অভিযোগ । এই রাস্তায় শ্রমিকেরা যাতায়াত করে । তার সাথে রয়েছে দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় , ব্যাঙ্ক , দুটি বেসরকারি কলেজ । এলাকার পাইকারি বাজার । ফলে সারাদিন পড়ুয়া থেকে ব্যবসায়ী এই রাস্তা দিয়েই যাতায়াত করে কিন্তু স্থানীয়রা বারবার প্রশাসনকে জানালেও কোন গুরুত্ব দেওয়া হয় নি বলেই জানিয়েছেন স্থানিয়রা ।  গতকাল  ঘটে গিয়েছে একটি দুর্ঘটনা । এরপরেই  স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে  পরেন । তারা আজ অবরোধ করে বিক্ষোভ দেখায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পড়ুয়াদের প্রাণ গেলেই কি হুঁশ ফিরবে প্রশাসনের । কেন রাস্তা বন্ধ করে হট  মেটাল পারাপারের এই তুঘলকি কারবারে রেশ টানছে না প্রশাসন প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বাসিন্দাদের কথায়  আধুনিক পদ্ধতিতেও নিয়ে যাওয়া যেতে পারে এই হট মেটাল । স্থানীয়  বাসিন্দাদের কথায় রাতে নিয়ে যাক এই হট  মেটাল কারো কোন অসুবিধা হবে না । স্থানীয় বাসিন্দাদের কথায় কিন্তু কেউই কান দিচ্ছে না বাসিন্দাদের কথায় । 

বাসিন্দারা বলছেন পড়ুয়াদের দুর্ঘটনা থেকে বাঁচাতেই তারা এই পথ বেছে নিয়েছেন । শ্রমিকেরা ক্ষোভের সাথে বলেন কি আর করবে পুলিশ গ্রেফতার করবে করুক , পড়ুয়াদের তো বাঁচাতে হবে , যদি প্রশাসন ঘুমিয়ে থাকে তাহলে তো জাগতে হবে শ্রমিকদের । 

কারখানা কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারা যায় নি তাই তাদের মতামত পাওয়া যায় নি ।  

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন বিষয়টি জানা নেই , জেনে ব্যবস্থা নিচ্ছি ।

নবীনতর পূর্বতন