জয়ন্ত মন্ডল, বীরভূম : সোমবার হোলি, এক পবিত্র উৎসব,বিভিন্ন রঙে বিভিন্ন রকমের মানুষ সর্ব ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসব শুভ সূচনা হয়।
জয়দেব কেন্দুলী রাধা বিনোদ মন্দির প্রাঙ্গণে নৃত্য অনুষ্ঠানশুরু করা হয় এবং গোটা জয়দেব কেন্দুলী পদযাত্রার মাধ্যমে পরিক্রমা করে তার পরই জয়দেব কেন্দুলীর সরকারি বাউল মঞ্চে শেষ হয়। সূত্রে প্রকাশ সারা দেন দিনব্যাপী নিত্য নতুন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা যায়।
গ্রিন স্টার কালচারাল সোসাইটি কর্ণধার রাজিব বণিক তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই হোলি উৎসব জয়দেব
কেন্দুলীতে প্রথমবার এবং আমরা আগামী দিনে এর থেকে আরও বৃহত্তরও আরও উন্নত মানের উৎসবটি করার চেষ্টা করব।
জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির প্রশাসন আইসি সৌমিত্র সুকুলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানটি দিকে প্রশাসনের কঠোর নজরদারি ছিল যাতে করে কোনভাবে এই রঙের উৎসবের দিনে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।।