হলুদ গাঁদা বিট পালং শাকের মতো সব্জি দিয়ে বাড়িতেই বসে বানিয়ে ফেলুন ভেষজ আবীর


নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:-পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর আচার্য্য সত্যেন্দ্রনাথ বিজ্ঞান কেন্দ্র এর উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও সুইচঅন ফাউন্ডেশন এর সহযোগিতায় বিধাননগর সেক্টর ২বি এলাকায় বিক্রমাদিত্য সরনীতে অবস্থিত নবতরুন সংঘ ক্লাব ঘরে আজ বিকাল ৫.৩০ থেকে এই গুরুত্বপূর্ণ কর্মশালাটি হয়েছে। আসন্ন দোল উৎসবের সময়ে ভেষজ আবির ব্যবহার বৃদ্ধি  করার লক্ষ্য নিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।বাড়িতেই নিজের উদ্যোগেই এই আবির তৈরী করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন গৃহবধূ ও বিজ্ঞানকর্মী মিঠু চক্রবর্তী ও সুদীপ্তা চৌধুরী। এলাকার প্রায়  ২৭ জন উৎসাহী মানুষের উপস্থিতি ছিল।হলুদ গাদা ফুল, বীট ও পালং শাক সবজি ব্যবহার করা হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ, বিজ্ঞান সংগঠক দেবব্রত চৌধুরী ও সজল বসু,প্রযুক্তিবিদ পিনাকি কর্মকার, নবতরুন সংঘ এর প্রদীপ ব্যানার্জি সহ অনান্য ব্যক্তি বর্গ।

নবীনতর পূর্বতন