জয়ন্ত মন্ডল,বীরভূম:-জীবনের জন্য জীবিকার প্রয়োজন। বীরভূমের দুবরাজপুর পুরসভার ১৬ নং ওয়ার্ডে কোড়াপাড়ার কমিউনিটি হলে স্বনির্ভরতার লক্ষ্যে আজ ১৩ মার্চ একদিনের এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা।স্বনির্ভরতার লক্ষ্যে ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতা ও ব্যবস্থাপনায় হাত বাড়িয়ে দিয়েছে সিউড়ি "নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি"।কেমন করে স্বনির্ভর হবেন, কোথায় পাওয়া যাবে মূলধন ও প্রশিক্ষণ এদিন সবিস্তারে আলোচনা করেন সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিক ঋত্বিক বিশ্বাস,খাদি ও গ্রামোদ্যোগ দপ্তরের জেলা আধিকারিক গোপালকৃষ্ণ বসু প্রমুখ। এদিন আরতি কোড়া,চন্দনা বাগদী,জয়া হাজরা, খোকন কোড়া,কৃষ্ণ হাজরা এমন অন্ততঃ ৬০ জন যুবক যুবতী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা স্বনির্ভর প্রকল্প নিয়ে যেমন আলোচনা হয় তেমনি কোথায় কিভাবে নিঃখরচায় প্রশিক্ষণ পাওয়া যায় সে তথ্যও উঠে আসে এই কর্মশালায়। এদিন উপস্থিত অংশগ্রহণকারীরা খুশি ব্যক্ত করেন।।