MGNREGA তহবিল ও বাংলার মানুষের হকের ৭০০০কোটি টাকা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে আটকে রেখেছে বিজেপির কেন্দ্রীয় সরকার অভিযোগ করলেন পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিধায়ক

নিজস্ব প্রতিনিধি,খবর৭দিন প্লাস:-ক্র্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাজপথে বাংলার অধিকারের জন্য লড়াইয়ে নেমেছেন। ২০২১ সাল থেকে কেন্দ্রের বকেয়া দ্রুত বিতরণের দাবিতে আজ অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন তিনি। তৃণমূল নেতানেত্রী এবং বিক্ষুব্ধ MGNREGA শ্রমিক, যারা গত দুই বছর ধরে তাদের মজুরি পায়নি, তাদের সঙ্গে কলকাতার রেড রোডে, তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ধরনা অবস্থানের সূচনা করেছেন। 

বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা বলেছেন "বাংলার যে মনরেগার ৭০০০ কোটি টাকা আটকে রেখেছেন কেন্দ্রীয় সরকার তা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। বাংলার সাথে বিজেপির সম্পর্ক শুধুমাত্র ভোট তার বাইরে সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে তারা ভাবনা চিন্তা করেন না। বাংলার গ্রামের খেটে খাওয়া মানুষের যা ন্যায্য পাওনা তা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বিজেপির উদ্দেশ্য শুধুমাত্র বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে বদনাম করা। কেন্দ্রীয় সরকার ইচ্ছেকৃত ভাবে যে টাকা আটকে রেখেছে তার জবাব বাংলার মানুষ আগামী দিনে দেবে।

তার ঔদ্ধত্যের উদাহরণ দিয়ে,বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বকেয়া ১.১৫ লক্ষ কোটি টাকা MGNREGA এবং আবাস যোজনা সহ বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের জন্য বিতরণ করতে অস্বীকার করেছে। MGNREGS-এর অধীনে ৭,০০০ কোটি টাকা বকেয়া থাকলেও আবাস যোজনার জন্য বরাদ্দ করা প্রায় ৮,২০০ কোটি টাকাও কেন্দ্র অনৈতিকভাবে আটকে রেখেছে।

আজকের এই প্রতিবাদের আগেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্টোবরে এই বিষয়ে গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন৷ দিল্লি, কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বিস্তৃত এই আন্দোলন বিজেপির জমিদারদের জনগণের শক্তির কাছে মাথা নত করতে বাধ্য করেছিল এবং স্বীকার করেছিল যে তারা অন্যায়ভাবে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে।

নবীনতর পূর্বতন