স্থানীয় বেকার যুবকদের যাতে কাজ পেতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন আইএনটিটিইউসি'র সভাপতি অভিজিৎ ঘটক


নিজস্ব প্রতিনিধি,খবর7দিন প্লাস:- পানাগড় শিল্প তালুকে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। ইতিমধ্যে বহু কারখানা তাদের উৎপাদন শুরু করে দিয়েছে। কিন্তু সেই সমস্ত কারখানায় এখনো এলাকার বহু বেকার যুবকরা কাজ পায় নি। তাই বেকার যুবকরা যাতে কাজ পায় এবং যে সমস্ত কারখানায় ইতিমধ্যে গড়ে উঠেছে। সেই সমস্ত কারখানায় উৎপাদনের ক্ষেত্রে বা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে কিনা, সেই সমস্ত বিষয় গুলি নিয়ে কারখানার আধিকারিকদের নিয়ে পানাগড় শিল্প তালুকের মধ্যে বৈঠক করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর লাহা, তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্ত, তৃণমূল শ্রমিক সংগঠনের কাঁকসা ব্লকের সভাপতি চন্দন রায় সহ অন্যান্যরা।

এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক পানাগড় শিল্প তালুকের মধ্যে অবস্থিত কারখানার আধিকারিকদের কাছে সরাসরি তাদের সমস্যার কথা শোনেন। তিনি জানিয়েছেন  যাতে সুষ্ঠভাবে কারখানা গড়ার পাশাপাশি এলাকার বেকার যুবকরাও কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পায় সেই বিষয়ে কারখানার আধিকারিকদের কাছে  আবেদন জানানো হয়েছে।আগামী দিনে অন্যান্য কারখানার আধিকারিকদের সাথেও এই বিষয়ে আলোচনায় বসা হবে বলে তিনি জানিয়েছেন।

তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্থানীয় বেকার যুবকদের মধ্যে যার যেমন যোগ্যতা। তারা সেই ভাবেই কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বেকার যুবকদের বঞ্চিত করে এলাকায় কারখানা গড়া কোনভাবেই সম্ভব হয়ে ওঠে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পানাগড় শিল্প তালুক। শিল্প তালুকে ইতিমধ্যে একাধিক কারখানা এসেছে আগামী দিনে আরও যে সমস্ত ফাঁকা জমি রয়েছে সেই সমস্ত ফাঁকা জমিতে আরো বিভিন্ন কারখানা গড়ে উঠবে। ফলে আগামী দিনে বেকার যুবকদের সমস্যা মিটবে। কর্মসংস্থান বাড়বে। এলাকার দরিদ্র পরিবারগুলি আর্থিক সচ্ছল হবে।

নবীনতর পূর্বতন