জয়ন্ত মণ্ডল,বীরভূম:- ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী মেলার জন্য সরকারি ও প্রশাসনিক নিয়ম মেনেই স্টল বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়। এবছর জয়দেব মেলার সমস্ত স্টল বা দোকানদারদের জন্য নির্ধারিত একটি করে নিজস্ব আই কার্ড দেওয়া হয়।জয়দেব কেন্দুলী ধাম এক পবিত্র তীর্থস্থান এবং কয়েকশো বছর ধরে হয়ে আসছে এই ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা যেটা নির্ধারিত দিনেই এই মেলা শুরু হয়।জয়দেব কেন্দুলী পৌষ সংক্রান্তি মেলা আগামী ১৫ই জানুয়ারি ২০২৪ কে সামনে রেখে আগাম বিভিন্ন জায়গা থেকে স্টল কর্তৃপক্ষরা এসে জয়দেব গেস্ট হাউস ও নিকট বুকিং এর জন্য সামিল হন। প্রত্যেক বছরের মতো এ বছরেও একই সংখ্যক স্টল হবে বলে সূত্রে মারফত জানা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইলামবাজার ব্লক আধিকারিক অনির্বাণ মজুমদার তিনি জানান গতকাল ৩২৬ টি স্টল ও আজ কমবেশি ৪৫ থেকে ৫০টি স্টল বুকিং হয়েছে ও আগামীকাল এবং ১১ ও ১২ ই জানুয়ারি মেলার জন্য বুকিং এর স্টল প্রক্রিয়া চালু থাকবে বলেই জানা যায়। গত বছরের নির্ধারিত যে স্টল বুকিং এর দাম ছিল কোনরূপ বদলানো হয়নি বলেই সূত্রে জানা যায়। স্টল বুকিং এর সময় কোনরকম বিশৃঙ্খলা এবং হুড়োহুড়ি যাতে সৃষ্টি না হয় তার দিকে জয়দেব কেন্দুলীর আউটপোস্ট প্রশাসনের আইসি সাকিব সাহেব মহাশয় এর নেতৃত্বে কড়া নজরদারি রাখা হয়।