দেবী রূপে বরণ করল ধানতোর গ্রামে মন্ডল পরিবারে তিন প্রজন্মের পর জন্মানো কন্যা সন্তানকে



রুমকি গোস্বামী,কাঁকসা:- ৩ প্রজন্মের পর জন্ম কন্যা সন্তানের। তাই এই আনন্দেই মেতে উঠেছে আউসগ্রামের ধানতোর গ্রামের মন্ডল তিনপরিবার।এত বছর পর পরিবারে জন্ম নিয়েছে কন্যা সন্তান। খুশি পরিবারের সকলেই। সেই কারণেই ঘরের মেয়েকে দেবী রূপেই বরণ করে নিল মন্ডল পরিবার।আয়োজনের শেষ নেই। সুসজ্জিত গাড়ি, ব্যান্ড পাটি, বালতি বালতি মিষ্টি কি নেই সেটাই ছিলো দেখার।

জানা যায় আউসগ্রাম ২ নং ব্লকের দেবশালা অঞ্চলের অন্তগত ধানতোর গ্রামের বাসিন্দা স্বর্গীয় সুকুমার মন্ডল ছিলেন তাঁর পিতার একমাত্র সন্তান। স্বর্গীয় সুকুমার মন্ডলের তিন পুত্র সন্তান থাকলেও ছিলো না কোনো কন্যা সন্তান। পরবর্তী সময়েও এই মন্ডল পরিবারে কোনো কন্যা সন্তান জন্ম গ্রহন করেনি। অবশেষে তিন প্রজন্মের পর পরিবারে কন্যা সন্তান জন্ম গ্রহন করায় আনন্দে আত্মহারা গোটা মন্ডল পরিবার।তাই ঘরের মেয়েকে গ্রামে প্রবেশের রাস্তা থেকে ব্যান্ড পাটি বাজিয়ে স্বাগত করা হল এদিন। গ্রামের মানুষদেরকে মিষ্টি মুখ করিয়ে ঘরের মেয়েকে লক্ষী রূপে জাঁকজমক ভাবে বরণ করে নিলেন মন্ডল পরিবারের ছোট থেকে বড় সকল সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, মেয়ে হলো ঘরের লক্ষী। তাই পরিবারে কন্যা সন্তান হলে অবহেলা নয়,তাকে পুত্র সন্তানের মতোই সম্মান দেওয়া হোক এই বার্তাই দিলেন দাদু কাজল মন্ডল। পরিবারের সদস্যা শ্যামলী মন্ডল জানান, আমরা ঘরের মেয়েকে চোখের জল দিয়েই স্বাগত জানিয়েছি এবং আগামী দিনগুলিতেও যেন এই ভাবেই ভালবাসতে পারি। নবজাতকের নাম রাখা হয়েছে ইভিকা। ছোট্ট ইভিকা পেয়ে খুশি তার পিতা, মাতা থেকে পরিবারের সকলেই।

নবীনতর পূর্বতন