কাঁকসা গ্রাম পঞ্চায়েত মেটাইনি প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা বিদ্যুতের বিল। অভিযোগ বিজেপির


 নিজস্ব প্রতিনিধি,কাঁকসা:-কাঁকসা ব্লকে যে সমস্ত জায়গায় পথ বাতি বা হাই মাস লাগানো রয়েছে সেই সমস্ত পথবাতির বিদ্যুতের বিল মেটাচ্ছে না কাঁকসা গ্রাম পঞ্চায়েত যার ফলে অন্ধকার নামলে ডুবে যাচ্ছে সমস্ত এলাকা, এই অভিযোগ তুলে কাঁকসা গ্রাম পঞ্চায়েতে একটি ডেপুটেসন জমা দিলো বিজেপির কর্মী সমর্থক ও বিজেপির পঞ্চায়েত সদস্যরা।

বিজেপি নেতা তথা কাঁকসা গ্রাম পঞ্চয়েত সদস্য আনন্দ কুমার জানিয়েছেন দীর্ঘদিন ধরে কাঁকসা গ্রাম পঞ্চায়েত বিদ্যুতের বকেয়া  প্রায় ছয় লক্ষ টাকার মতো বিল জমা দেয় নি। জনগণের দেওয়া বিভিন্ন খাতে ট্যাক্সের টাকা তারা খরচ না করে থাকে তাহলে সেই টাকা যাচ্ছে কোথায় সেই প্রশ্ন তুলেছেন তারা। অন্য দিকে কেন্দ্রের পাঠানো বিদ্যুতের বিলের  টাকা না মিটিয়ে উন্নয়নের খাতের টাকা থেকে বিদ্যুতের বিল মেটানোর কথা বলছে পঞ্চায়েত। তারই প্রতিবাদ জানিয়েছেন তারা।বিদ্যুতের বিল না মেটানোর ফলে  সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে যায় কাঁকসার বিভিন্ন এলাকা বলে অভিযোগ করেন তিনি।তাই কাঁকসা গ্রাম পঞ্চায়েত যাতে দ্রুত বিদ্যুতের বিল মিটিয়ে আলো জলার ব্যবস্থা করে সেই দাবি তুলেছেন তারা।


অন্যদিকে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উজ্জ্বল মল্লিক জানিয়েছেন বিদ্যুতের বিল মেটানোর জন্য কেন্দ্র থেকে টাকা পাঠিয়েছে এমন কথা তার জানা নেই। পঞ্চায়েত আইনের

নির্দেশ মেনে যেভাবে বিল দেওয়ার কথা সেভাবেই বিদ্যিতের বিল মেটানো হবে।

তবে অযথা এই বিষয়ে না জেনে তারা যদি বিরোধিতা করে তবে অন্ধকারে থাকা সাধারণ মানুষকে তাদের কাছে পাঠানো হবে।

কেনো এলাকা অন্ধকারে ডুবে আছে তার জবাব দেবে বিরোধীরাই।

নবীনতর পূর্বতন