স্বামী বিবেকানন্দ এর ১৬২ তম জন্মদিন ও জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বর্ণময় কর্মসূচি

 


নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:-ভারত সরকারের যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটির সহযোগিতায় দুর্গাপুর বিধাননগরে অবস্থিত জওহর নবোদয় বিদ্যালয় প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় বিপুল উৎসাহ ও উদ্দীপনা সহকারে যুব দিবস উদযাপন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ সুরিন্দার সিং আলুওয়ালিয়া। জাতীয় পতাকা উত্তোলন, স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান,পথ নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য ২৫ জন স্বেচ্ছাসেবী বন্ধুদের জার্সি ও ক্যাপ প্রদান ও জেলার ভাষন প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী অনুষ্কা ব্যানার্জি ও শিক্ষার প্রসারে উৎকর্ষতা বৃদ্ধির জন্য জওহর নবোদয় বিদ্যালয় দুর্গাপুরকে সম্মান জ্ঞাপন করা হয়েছে।উপস্থিত ছিলেন জওহর নবোদয় বিদ্যালয় দুর্গাপুর এর অধ্যক্ষ এ কে মহাপাত্র,নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর আধিকারিক সুজিত হাজরা,বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী,রক্তদান ও পরিবেশ আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ,  সমাজসেবী অমিতাভ ব্যানার্জি সহ অনান্য ব্যক্তি বর্গ।নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে এবং আজকে এই দিনটি স্মরণে রেখে সমগ্র স্কুল প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে।

নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ এ কে মহাপাত্র এবং নেহেরু যুব কেন্দ্র পশ্চিম বর্ধমান এর পক্ষে রায়া দাস সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 



নবীনতর পূর্বতন