গঙ্গা কমিটির উদ্যোগে মালদায় জনসংযোগ অনুষ্ঠান।

 


পার্থ ঝা,মালদহ:-মালদা জেলা প্রশাসন ও মালদা গঙ্গা কমিটির উদ্যোগে গঙ্গা দূষণ প্রতিরোধের বার্তা সমাজের সকল স্তরের মানুষের মাঝে পৌঁছে দেবার জন্য প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে ইংলিশবাজার শহরে রেলির আয়োজন করা হয়।

জেলা শাসক নিতিন সিংঘানিয়া প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন।

জেলা শাসক বলেন -গঙ্গা আমাদের পবিত্র নদী । গঙ্গা নদীর পাশাপাশি সমস্ত নদী, খাল, বিল পুকুরকে পরিস্কার রাখার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। গঙ্গা নদীর দূষণের ফলে শুশুক এবং বিভিন্ন ধরনের মাছ ধীরে ধীরে বিলুপ্তের পথে। যার ফলে জলের জীব বৈচিত্র্য বিঘ্ন ঘটছে। শপথ গ্রহনের মাধ্যমে গঙ্গা দূষণ প্রতিরোধ করার বার্তা দিলেন।

গঙ্গার তীরবর্তী সমস্ত কারখানা মালিকদের আবর্জনা ও তরল দূষিত পদার্থ পরিশোধনের ব্যবস্থা করতে হবে। দূষণ প্রতিরোধের ব্যবস্থা হিসেবে প্রতিটি পৌরসভাকে আধুনিক পদ্ধতিতে শহরের ময়লা শোধন করতে হবে। মল মুত্রাদি এবং নর্দমা বাহিত ময়লা জল গঙ্গায় ফেলা বন্ধ করতে হবে। কৃষি ক্ষেত্র গুলিতে পরিমিত রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ এমনভাবে ব্যবহার করতে হবে যাতে এসব মারাত্মক রাসায়নিক পদার্থের অবশেষ গঙ্গার বুকে না পড়ে। গঙ্গার জল যেসব জায়গায় পানীয় হিসেবে বহুল ব্যবহৃত হয় সেসব জায়গায় আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবাণুমুক্ত করতে হবে।

প্রতিবন্ধী ভাই বোনেরা নাচ, গান, কবিতা ,আবৃত্তির মত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রত্যেক বিভাগের অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া,জেলা  প্রকল্প আধিকারিক সুব্রত দাস, জুবিনিয়াল জাস্টিস এর সদস্য শ্রীমতি চৈতালি সরকার, মাসে এডুকেশনের আধিকারিক সংগীত সিন্ধাস মন্ডল সহ একাধিক নদীপ্রেমী মানুষ।

নবীনতর পূর্বতন