স্ত্রীকে মারধর করে শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে

 


পার্থ ঝা, মানিকচক : নিজের স্ত্রীর গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। কান টেনে ছিঁড়ে গলা টিপে মারধর করে স্বামী অভিযোগ স্ত্রীর। শুধু তাই নয় শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ গুণধর জামাই এর বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর অঞ্চলের করিটোলা এলাকার ঘটনা। অভিযুক্ত স্বামী শেখ রফিকুল পরিবারের আক্রোশবশত নিজের স্ত্রীকে প্রায় মারধর করে বলে অভিযোগ স্ত্রী রিনা বিবির। গতকাল মাত্রা চরমে ওঠে। স্ত্রীকে গলা টিপে মারধোর করে গলায় গামছার ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করলে স্থানীয়রা উদ্ধার করে রিনা বিবিকে বাবার বাড়ি সালাবাতগঞ্জ মোমিন টোলায় পাঠিয়ে দেয়। স্ত্রী রিনা খাতুন এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান।পুলিশ অভিযুক্তকে আটক করে বলে দাবি পরিবারের। পুলিশের ছাড়া পাওয়ার পর শ্বশুর বাড়িতে পেছন দরজা দিয়ে  ঢুকে চুপি সারে আগুন লাগিয়ে দেয় জামাই বলে অভিযোগ স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনের। আগুন লাগানোর ফলে খরকুটো দিয়ে তৈরি একটি গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।


 রিনা বিবির দুই ফুটফুটে সন্তান রয়েছে। বিগত ১১ বছর আগে শেখ রফিকুল এর সঙ্গে রিনা বিবির বিয়ে হয়েছিল। বিভিন্ন কারণে তার উপর অত্যাচার চালালেও তিনি মুখ বুজে সহ্য করেছেন। অত্যাচারের সীমা ছাড়িয়ে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছে রিনা বিবি ও তার পরিবার।আগুন লাগানোর ঘটনায়ও মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি পরিবারের।


অত্যাচারীতা স্ত্রী রিনা বিবির অভিযোগ " আমার স্বামী পরিবারের আক্রোশবশত আমাকে প্রায় মারধর করে। মদ খায়।বৃহস্পতিবার রাতে আমার কান টেনে ছিঁড়ে গলার গামছা দিয়ে আমাকে ফাঁস লাগাতে গেলে স্থানীয়রা উদ্ধার করে আমাকে মায়ের বাড়ি পাঠিয়ে দেয়। মায়ের বাড়ি চলে আসার পর ও থানা থেকে ছাড়া পেয়ে চুপিসারে বাড়িতে ঢুকে আমার মায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছি।"


এই বিষয়ে রিনা বিবির দাদা শেখ সন্টু আলীর বক্তব্য "আমার জামাই দা আমার বোনকে প্রায় মারধর করে। বোনের বিড়ি বাঁধার টাকা নিয়ে মদ খাই। ওর পরিবারের আক্রোশবশত আমার বোনকে মারধর করে। আমার বোনকে মারধরের পাশাপাশি আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে। সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। পুলিশে অভিযোগ জানিয়েছি। অপরাধীর শাস্তি চাইছি।"

নবীনতর পূর্বতন