নিজস্ব প্রতিনিধি, আসানসোল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর রক্ষা কর্তা, তাই ওনার মঙ্গল কামনার জন্য আসানসোল দক্ষিণ বিধান সভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল শনিবার দলের নেতা কর্মীদের নিয়ে মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিলেন।
পুজোর পরে তিনি জানিয়েছেন আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে পুজো দিলাম কল্যানেশ্বরী মন্দিরে। কারণ তিনি দেশ ও দেশবাসীর রক্ষাকর্তা এবং আমি মায়ের কাছে প্রার্থনা করছি যে যারা মা কালী ও মা দুর্গাকে অসম্মাণ করেন তাদের যেন বিনাশ হয়।একই সঙ্গে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে যারা শিক্ষকতার চাকরি পাওয়ার যোগ্য, তাদেরকে বঞ্চিত রেখে ঘুস নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে সেই তৃণমূল কংগ্রেস এখন রাজ্যে একটা অশুভ শক্তির শাসন চালাচ্ছে। তাই এই অশুভ শক্তির বিনাশ চেয়েছি মায়ের কাছে। কারণ যারা দুঃখী ও বঞ্চিত, সেইসব মানুষের অভিশাপ কখনো ব্যর্থ হয়না।একই সাথে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া প্রসঙ্গে এই বিজেপি বিধায়ক বলেন, এটাতো হওয়ারই ছিল। মহুয়া মৈত্র নিজের সংসদীয় এলাকা কৃষ্ণনগর নিয়ে প্রশ্ন না করে দেশের সুরক্ষা বা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আর সেই মহুয়া মৈত্রকে সমর্থন করছেন তার দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাও হওয়ার ছিল। কারণ তিনি এইসব ধরণের মানুষকে সমর্থন করেন সবসময়।