বাঁকুড়া : বামফ্রন্টের শাখা সংগঠন ডি ওয়াই এফ আই এর ইনসাফ যাত্রার মিছিল এসে পৌচ্ছাল বাঁকুড়ায়। ডিএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রার মিছিল পুরুলিয়া থেকে এসে পৌঁছালো বাঁকুড়ার কমলপুরে। এর পরই কমলপুরের হসপিটাল রোড থেকে বাজার পর্যন্ত কর্মীদেরকে সাথে নিয়ে মিছিলে পা মেলান মীনাক্ষী মুখার্জী। এর পাশাপাশি কমলপুর বাজার এলাকায় একটি পথসভায় থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তীব্রভাবে আক্রমণ সানালেন রাজ্য ডি ওয়াই এফ আই এর এই সম্পাদিকা।
প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য প্রায় দুমাস ধরে চলতে থাকা ডি ওয়াই এফ আই এর এই কর্মসূচিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। যার পুরো ভাগে নেতৃত্ব দেন মীনাক্ষী মুখার্জি।
তবে বাঁকুড়ায় ইনসাফ যাত্রার প্রথম দিনই রাজ্য চলতে থাকা শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ তৃণমূলের নেতৃত্বদের চাঁচা ছোলা ভাবে আক্রমণ করেন। এরপরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখার্জি বলেন ১০০ দিনের বকেয়া মজুরি যদি লোকসভা ভোটে প্রভাব ফেলে তবে এই ইনসাফ যাত্রাও লোকসভা ভোটে প্রভাব ফেলবে। এছাড়া মীনাক্ষী মুখার্জি বলেন ইনসাফ যাত্রা আবাস যোজনা দুর্নীতি, ১০০ দিনের কাজ ও চাকরি প্রার্থীদের দাবিতে এই ইনসাফ যাত্রা । পাশাপাশি বিধানসভায় বিজেপির শুদ্ধিকরণ প্রসঙ্গে মীনাক্ষী বলেন বিজেপি দেশের তিরঙ্গা বিরোধী পার্টি মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলের সাথে গটাপ গেম খেলতে গেছে আগামী দিনের মানুষ তাদের বিদায় দেবে।