ইটের ভাটায় চলছে অবৈধ কয়লার সরবরাহ, যেখানে অবৈধ কয়লা নিক্ষেপ করা হচ্ছে

 

 নিজস্ব প্রতিনিধি, রানিগঞ্জ : রাণীগঞ্জ বিধানসভার মঙ্গলপুর থেকে অন্ডাল এলাকা পর্যন্ত অবস্থিত ইটভাটায় কয়লা চোরেরা অবৈধ কয়লা পাচার করছে।এখনও প্রশাসনের নাকের ডগায় ইটভাটায় শিল্পাঞ্চলে প্রকাশ্যে অবৈধ কয়লা পাচার হচ্ছে।  রানিগঞ্জের অন্ডাল ও মঙ্গলপুর এলাকার ইটের ভাটায় বাইক ও সাইকেল ব্যবহার করে কীভাবে অবৈধ কয়লা ফেলা হচ্ছে সেই ছবি প্রকাশ্যেই দেখা যাচ্ছে।  শুধু তাই নয়, সূত্রের খবর ইটভাটায় বিপুল পরিমাণ অবৈধ কয়লা মজুত করা হচ্ছে এবং  গড়ে তোলা হয়েছে অবৈধ কাঁটাও।  অন্ডাল থেকে মঙ্গলপুর পর্যন্ত বেশিরভাগ ইটের ভাটায় যেভাবে কয়লা মজুত করা হচ্ছে, তার চিত্রটা অন্যরকম।


  জানিয়ে রাখি, এই অবৈধ কয়লা পাচারকারীই জেলার এক নম্বরে পরিণত হয়েছে।  বারাবনি, জামুরিয়া থেকে শুরু করে পাণ্ডবেশ্বর এলাকায় প্রকাশ্য দিবালোকে কয়লা পাচার চলছে।  সূত্র মারফত জানা গেছে যে জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং নিজেই তার বিধানসভার একটি অনুষ্ঠানে স্বীকার করেছেন যে জামুড়িয়াই অবৈধ কয়লা পাচার এবং ডিপো চলছে যা তিনি সহ্য করবেন না কিন্তু এখন প্রশ্ন উঠেছে। 


 পাণ্ডবেশ্বর ও রানিগঞ্জ এলাকায়ও প্রকাশ্যে কয়লা পাচারের এসব ছবি দেখা যাচ্ছে।অন্যদিকে, আমরা একটি ইটভাটার মালিকদের কাছে এই অবৈধ কয়লার বিষয়ে জানতে চাইলে তারা জানান, অন্ডালের সব ইটভাটাই অবৈধ কয়লা খনন চলছে।  এরপর প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়।

নবীনতর পূর্বতন