সঙ্গীত শিল্পী সুমন মুখার্জীর গানে মুগ্ধ বিশ্ববিখ্যাত গায়ক-গায়িকা-সুরকার - বিজ্ঞানী

 


নিজস্ব প্রতিবেদন : কোলকাতার গায়ক সুমন মুখার্জী সঙ্গীতজগতে ক্রমাগত নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখছেন।বিশ্ববিখ্যাত গায়ক সোনু নিগম সুমনের গান এ মুগ্ধ হয়ে বহুবার নিজের সোশ্যাল চ্যানেল এ শেয়ার করেছেন।এবং তারা খুবই ভালোবাসা ও আশীর্বাদ দিয়েছেন সুমনকে।এছাড়া সুমন জানিয়েছেন তার সৌভাগ্য যে তার আদর্শ সোনু নিগম এর সাথে দেখা হয়েছে।এছাড়া বিখ্যাত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা রেখা ভরদ্বাজ ও সুমনের গান খুব পছন্দ করেন ও তার গান শেয়ার করেন।বিখ্যাত সুরকার জিৎ গাঙ্গুলীও সুমনের গান খুব পছন্দ করেন এবং তার গান শেয়ার করেন। 


সম্প্রতি সুমন ভারতের সম্মানীয় আইআইটি মাদ্রাস ইন্টারন্যাশনাল কনফারেন্স এ গান গাওয়ার ডাক পান।সেখানে ২৭ টি দেশের বিখ্যাত বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।সুমনের গানে সবাই মন্ত্রমুগ্ধ হন।জার্মানির বিখ্যাত বিজ্ঞানী ডক্টর পিয়ার ফিশার সুমনের গানে মুগ্ধ হয়ে তাকে খুব আশীর্বাদ করেন।সুমন কোলকাতার সম্মানীয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সাল এ এন্ট্রান্স পরীক্ষায় সঙ্গীত নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।


স্নাতক পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস পান।এবং স্নাতকোত্তর পরীক্ষায় নিজের বিষয় শাস্ত্রীয় সংগীত এ তিনি প্রথম স্থান অধিকার করেন ও সমস্ত বিশ্ববিদ্যালয় এর মধ্যে সপ্তম স্থান অধিকার করেন।সেই কারণে গত ৮ই মে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কনভিকেশন এ সুমন "রাজেন্দ্রলাল বন্দোপাধ্যায় স্মৃতি পুরস্কার" ও "আচার্য উদয় ভূষণ ভট্টাচর্য স্মৃতি পুরস্কার" এ সম্মানিত হন।


সেদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন।সুমন অনেক রাষ্ট্রীয় ও অন্তরাষ্ট্রীয় স্তরের সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন।সংগীত কলা কেন্দ্র আগ্রা থেকে তিনি ' নাদ সাধক ' সম্মানে ভূষিত হয়েছেন।এছাড়া অনেক রাষ্ট্রীয় ও অন্তরাষ্ট্রীয় স্তরের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গণ ও সুমনের গানের খুব প্রশংসা করেছেন ও আশীর্বাদ করেছেন।

নবীনতর পূর্বতন