নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর উদ্যোগে আজ সৃজনী অডিটোরিয়াম হলে বার্ষিক সাংস্কৃতিক উৎসব বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.৩০ এ উৎসবের সূচনা করেছেন রাজ্য রক্ত সঞ্চালন পর্যদের সহকারী অধিকর্তা স্মরজিত রায় ও বিশিষ্ট অভিনেতা ঋদ্বি সেন।উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী,দুর্গাপুর নগর নিগম এর বোর্ড অফ এডমিনিস্ট্রেটর সদস্যা রাখী তেওয়ারি, রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, রাজেশ পালিত সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। "রক্তদান জীবনদান " ও প্রকৃতিকে রক্ষা করো" শীর্ষক অংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে। ৪টি বিভাগে ৪৫০ জন অংশ নিয়েছে। অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মডেল প্রদর্শনী, স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ হয়েছে উৎপল দত্তের নাটক আজকের সাজাহান। অভিনয়ে অংশ নিয়েছে বিশিষ্ট অভিনেতা শংকর চক্রবর্তী।
সভায় শিবির সংগঠক বন্ধুদের সম্মান জ্ঞাপন করা হয়েছে। আগামী বছরে ৪০০ টি শিবির করার শপথ নেওয়া হয়েছে এবং ২৪টি থ্যলাসেমিয়া রোগ প্রতিরোধে বাহক পরীক্ষা শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রায় ১২০০ এর অধিক মানুষের উপস্থিতি ছিল।