বীরভূমের বৈষ্ণবতীর্থ জয়দেব কেন্দুলিতে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ৬৪ গোপালের মহামিলন উৎসব !!*


 জয়ন্ত মন্ডল,বীরভূম;-বীরভূমের জয়দেব কেন্দুলীর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হলো ৬৪ গোপালের মহামিলন উৎসব। ঠাকুর সত্যানন্দদেবের পরম আরাধ্যা গোপাল ও গদাধরের শুভাগমন এবং বিভিন্ন এলাকা থেকে ৬৪ গোপালের মহামিলনে কেন্দুলীর  ভক্তবৃন্দরা আজ  উৎসবে মাতোয়ারা।

সকালে গদাধর ও গোপালজীর কাছে ভোগ নিবেদনের পর  ভক্তদের নিয়ে একটি শোভাযাত্রা ও নগর পরিক্রমা করে।  বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা জয়দেব শ্রীরামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক শ্রীমৎ স্বামী গৌরানন্দজীর হাত ছুঁয়ে এদিন আশ্রমের নবনির্মিত তোরণের উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর রামকৃষ্ণ আশ্রমের সহ-সভাপতি স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজ,জয়দেব আশ্রমের সুনীল মহারাজ সহ রামকৃষ্ণ আশ্রম অনুরাগী ভক্ত উদয়চাঁদ চৌধুরী, জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সভাপতি শান্তিকুমার রজক সহ অন্যান্য ভক্তবৃন্দরা। উল্লেখ্য,কদিন আগেই কলকাতা বরানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে দুবরাজপুর অভেদানন্দ মেলা ও কার্তায়ণী পূজা উপলক্ষে এই গোপালজীর আগমন হয়েছে। আজ দূর দূরান্ত থেকে গোপাল আশ্রিত ভক্তরা তাঁদের গোপালজীকে সংগে নিয়ে কেন্দুলীর এই আশ্রমে উপস্থিত হন। এদিন ৬৪ গোপালের মহামিলন উৎসবে দুপুরে অন্নভোগের প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।।



নবীনতর পূর্বতন