বেআইনিভাবে চলা বালিঘাট ও ওভারলোডিং ডাম্পার এবং লরির চলাচলের অভিযোগ তুলে আন্দোলন বনকাটি গ্রামে


নিজস্ব প্রতিনিধি,কাঁকসা:-বেআইনিভাবে চলছে বালি ঘাট,তার উপর দিবারাত্রি অভারলোডিং লরি ও ডাম্পারের চলাচলের ফলে ক্ষতি হোচ্ছে গ্রামের রাস্তাঘাট। এমনই অভিযোগ তুলে আজ সকাল থেকে কাঁকসার বনকাটি এলাকায় প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন কাঁকসার বনকাটি গ্রামের বাসিন্দারা।গ্রামবাসীদের অভিযোগ এলাকায় ওভারলোডিং বালি বোঝাই করা লরি ও ডাম্পারে চলাচলের ফলে একদিকে যেমন নষ্ট হোচ্ছে গ্রামের রাস্তা ঘাট,অন্যদিকে বেপরোয়া গাড়ি চলাচলের ফলে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। অজয় নদের পাড় থেকেও বালি তুলে নেওয়া হোচ্ছে যার ফলে সেখানের ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে।এছাড়াও অজয় নদের পাড়ে বড় বড় গর্ত পরিণত হওয়ার ফলে কৃষকরা সাব মার্শাল থেকে চাষের জল পাচ্ছে না যার ফলে বন্ধ হোচ্ছে কৃষিকাজ।

তাদের আরোও অভিযোগ যারা বালি পাচার করছে তাদের সাথে রাজনৈতিক নেতাদের যোগ আছে কিনা তারা জানেন না তবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়ারা রীতিমত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।

বেআইনি বালি ঘাট বন্ধের ও অভারলোডিং গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়ে পুলিশ প্রশাসন ও কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে জানিয়েও কোনো ফল হয় নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

যতক্ষন না এলাকার সমস্ত অবৈধ বালি ঘাট বন্ধ হোচ্ছে ও এলাকায় বেপরোয়া ভাবে যান চলাচল বন্ধ হোচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষ।

কাঁকসা বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাবাস্সুম খাতুন জানিয়েছেন তার কাছে গ্রামের মানুষ অভিযোগ জানানোর পরেই তিনি উর্ধতন কর্তৃপক্ষকে ও পুলিশকে এই বিষয়ে জানিয়েছেন।প্রশাসন প্রশাসনের মত কাজ করবে।

বিজেপির নেতা ইন্দ্রজিৎ ঢালির অভিযোগ শাসক দলের মদতেই বেআইনি বালি ঘাট চলছে। তাই বালি ঘাটের একচ্ছত্র দখল কায়েম রাখতেই গত পঞ্চায়েত নির্বাচনে বহিরাগতদের নিয়ে শাসকদল কে ভোট করাতে হয়েছিলো।কারণ নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সেই এলাকায় রাজ করবে। যে গোষ্ঠী রাজ করতে পারবে না সে গোষ্ঠী তখন প্রতিবাদে নামবে।

পুরো বিষয়টাই লোক দেখানো।তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কার দখলে বেআইনি বালি খাদান থাকবে সেই খেলা নিয়েই দ্বন্দ্ব।

নবীনতর পূর্বতন