নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ স্থানীয়দের


পার্থ ঝা,মানিকচক:-
স্থানীয়দের দ্বারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ পেয়ে কাজের মান খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছালেন  মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতি পিংকি মন্ডল এবং মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ অরুপ কুমার দাস।স্থানীয় সূত্রে জানা গেছে, মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লস্করপুর হরিবাসর এলাকায় মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির তহবিল থেকে আনুমানিক তিন লক্ষ টাকা ব্যয়ে একটি শৌচালয় নির্মাণ করা হচ্ছে।স্থানীয়দের অভিযোগ‌ শৌচালয় নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এই নির্মাণের প্রতিবাদ করলেই হুমকি দিচ্ছেন ঠিকাদার।এমনকি জোরপূর্বকভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে গেছে ঠিকাদার বলেও অভিযোগ।শৌচালয় নির্মাণ যাতে সিডিউল মাফিক করা হয় দাবি করেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নির্মাণের ব্যবহৃত সামগ্রীর মান খতিয়ে দেখেন খোদ মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি সভাপতি পিংকি মন্ডল এবং মানিকচক ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ অরুপ কুমার দাস।এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অমল সাহা অভিযোগ করে জানান, শৌচালয় নির্মাণে তিন নম্বর ইট এবং কোন রকম পিলার ছাড়াই শৌচালয় নির্মাণ করা হচ্ছে।গ্রামবাসীরা নিম্নমানের কাজের বাধা দিতে গেলে ঠিকাদার আমাদের হুমকি দিচ্ছে। আমরা ভয়ে আছি। মনে হয় আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে।এই বিষয়ে মানিকচক ব্লক  পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ অরুপ কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে শৌচালয় নির্মাণের সামগ্রীর মান খতিয়ে দেখলাম এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলাম।সমস্ত বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

নবীনতর পূর্বতন