পার্থ ঝা,মানিকচক;এলাকায় তৈরি হচ্ছে সরকারি জলাধার। খুশি এলাকাবাসী। কিন্তু জলধার বন্ধের আরজি জমা পরল।বাড়ির প্রধান দরজা বন্ধ করে সরকারি জলাধার নির্মাণ এই নিয়ে অভিযোগ জানালেন একগৃহকর্তী মানিকচক প্রশাসনিক দপ্তরে। গৃহকর্তির নাম প্রতিমা মন্ডল বাড়ি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা অঞ্চলে। তিনি অভিযোগ করেন বেশ কয়েক বছর আগে ব্যক্তিগত কিছু সম্পত্তি বিক্রি করে খয়েরতলা অঞ্চলে বসত জমি কেনেন তার সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। বর্তমানের তার দুই পুত্র সন্তান। সেই বসত ভিটা সামনে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা পল্লবী মন্ডল সহ তাঁর দলবল জোরপূর্বক জলাধার নির্মাণের কাজ শুরু করতে চান। কিন্তু জলাধারটি নির্মাণ হলে বাড়ির প্রবেশপথে বাধা হয়ে দাঁড়াবে বলে অভিযোগ করেন তিনি। এলাকাবাসীর সাথেও এই বিষয়ে আলোচনা চালালেও সমস্যার সমাধান হয়নি বলে তিনি অভিযোগ জানান। পরবর্তীতে মানিকচক পঞ্চায়েত সমিতি সভাপতি মানিকচক বিডিও ও মানিকচক থানায় লিখিতভাবে অভিযোগ জানান। দ্রুত সমস্যা সমাধানের আর্জি গৃহকর্তির।অন্যদিকে এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতি সদস্যা পল্লবী মন্ডল জানান, আমি দলের প্রভাব খাটিয়ে কোনদিনও কোন কাজ করিনি এলাকায়। এটি আমার প্রথম কাজ মানুষের স্বার্থে এলাকাবাসীর সমর্থনে কাজটি করছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশীষ মন্ডল জানান ,সাধারণ মানুষের ক্ষতি করে কখনোই আমরা কোন কাজ করতে চাই না। সমস্যার কথা আমরা শুনেছি। দ্রুত এ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।