নিজস্ব প্রতিনিধি দুর্গাপুর:- দুই বাংলার ও দেশের আপামর মানুষের রক্তের বন্ধন আরও দৃঢ় হোক।বিশ্ব উষ্ণায়ন থেকে ড্রাগ মাদকের বিরুদ্ধে জনমত তৈরী করা ও মানুষকে রক্তদানে উৎসাহিত করতে বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার কুক্যাছড়ি গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর স্নাতক সাইকেল বন্ধু বীরকুমার তনচংগ্যা পরিবেশবান্ধব সাইকেল নিয়েই ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরতে ও জনসচেতনতা গড়তেই সাইকেল যাত্রা করছেন।
১৬ই ডিসেম্বর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে এসেছেন। কলকাতা বর্ধমান হয়ে আজ দুপুরে দুর্গাপুর পৌঁছেছেন। রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সদস্যরা তাঁকে বিধাননগর,দুর্গাপুর -১২ তে স্বাগত জানিয়েছেন ও আপ্যায়িত করেছেন। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে ২০১২ সালে দুর্গাপুর থেকে ঢাকা সাইকেল যাত্রার আয়োজন করেছিল দুর্গাপুর মহাকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।সেই সময়ের সাইকেল যাত্রার অন্যতম আরোহী রানীগঞ্জ নিবাসীর আহবানে বীরকুমার তনচংগ্যার ভারতে আসা।আজ তিনি রাত্রে জয়নাথের কাছে রানীগঞ্জে থাকবেন, আগামীকাল ঝাড়খণ্ডের দিকে রওনা হবেন তিন মাস থেকে আবার ফিরে যাবেন।
আজকের এই মিলনায়তনে উপস্থিত সকলে -"দুই বাংলার ও দুই দেশের আপামর মানুষের রক্তের বন্ধন আরও দৃঢ় হোক" এই প্রত্যয় ব্যক্ত করেছেন এবং
বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন রোধের সচেতনতা - রক্তদান আন্দোলন প্রচারে ও ড্রাগ মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আবেদন রেখেছেন।