নিজস্ব প্রতিনিধি,কাঁকসা:-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এবং কাঁকসা ট্রাফিক গার্ডের উদ্যোগে বুধবার কাঁকসার বাঁশকোপা নাকা পোস্টের সামনে ট্রাফিক পুলিশের পথ বন্ধ কর্মসূচি পালন করা হয়।বুধবার দুপুর ৩টে থেকে একটি বেসরকারি নার্সিং কলেজের পড়ুয়াদের নিয়ে পথ চলতি মানুষদের ও বিভিন্ন যানবাহন চালক ও বাইক আরোহীদের নিয়ে একটি সচেতনতা শিবির ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ডের এসিপি তুহিন চৌধুরী,ট্রাফিক ইন্সপেক্টর সাজাদুল হোক,কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অমর দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।এসিপি তুহিন চৌধুরী জানিয়েছেন রাস্তায় অনেক সময় দুর্ঘটনা ঘটে।মানুষ আহত হয়ে রাস্তায় পড়ে থাকে।পথ চলতি মানুষরা ও গাড়ি চালকরা যারা প্রথম আহতকে দেখতে পায়।তারা যদি প্রাথমিক বিষয়গুলি শিখে রাখতে পারেন।তবে অনায়াসে একটি মানুষকে বাঁচিয়ে তুলতে পারবেন।অবশ্য যদি বড়সড় দুর্ঘটনা না ঘটে।অন্যদিকে দুর্ঘটনা ঘটলে যে কোনো মানুষ কিভাবে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবে সেই পদ্ধতিগুলো হাতে কলমে শেখানো হয়।যারা এই বিষয়গুলো শিখছেন তাদের একটি করে পরিচয় পত্র দেওয়া হোচ্ছে।
ট্রাফিকের এই কর্মসূচিতে যোগদান করে খুশি বাইক আরোহীরা।
তারা জানিয়েছেন রাস্তায় অনেক সময় দুর্ঘটনা ঘটতে দেখা যায়।
পদ্ধতিগুলো শিখে যে কেউ একজন আহতকে উদ্ধার করতে পারবে।
অন্তত একটা মানুষকে যতটা সম্ভব বাঁচানো সম্ভব হবে।