নিজস্ব প্রতিনিধি,কাঁকসা::-ফুটবল খেলার প্রতি আদিবাসী যুবকদের উৎসাহ বাড়াতে কাঁকসার পিয়ারীগঞ্জে ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের উদ্যোগে গত ১৭ তারিখ থেকে শুরু হয় ফুটবল প্রতিযোগিতা।কাঁকসা ব্লকের ৭টি অঞ্চলের মধ্যে ৬টি অঞ্চল থেকে মোট ৮৭ টি আদিবাসী ফুটবল দল অংশ নিয়েছিল এই ফুটবল প্রতিযোগিতায়।যার মধ্যে আজ ৬টি দলকে নিয়ে ব্লক স্তরে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।এদিন চূড়ান্ত পর্যায়ের খেলার সূচনা করেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য নেত্রী গীতা হাঁসদা, আদিবাসী লোকশিল্পী মঞ্চের ও পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের সভাপতি মনোজ সোরেন,পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের সদস্য ভৈরব টুডু সহ অন্যান্যরা।
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের সদস্য তথা ব্লকের সেক্রেটার ভৈরব টুডু জানিয়েছেন আদিবাসী যুবকদের মধ্যে ফুটবল খেলার প্রবণতা থাকে। কিন্তু এই মোবাইলের যুগে অনেকেই খেলাধুলো থেকে দূরে সরে যাচ্ছে।
যার কারণে আদিবাসী তরুণ যুবকদের ফুটলের প্রতি উৎসাহ বাড়াতে ও সকলকে মাঠমুখী করতে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।