সুজিত,কাঁকসা:-১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে,রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও মহুয়া মৈত্র কে বরখাস্ত করার প্রতিবাদে পানাগড়ের রেল পাড়ে তৃণমূলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এদিন সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা হিন্দি প্রকোস্ট সংগঠনের জেলা সভাপতি সিলটু ভূঁইয়া, হিন্দি প্রকোস্ট সংগঠনের রাজ্য কর্মীটির সদস্য মনোজ কুমার যাদব,জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা স্বপ্না বৈদ্য, কাঁকসাঅঞ্চল সভাপটি দীনেশ ঠাকুর,জেলা সহ সভাপতি ভোলা বিশ্বকর্মা,তৃণমূলের জেলা কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, তৃণমূল নেতা সন্দীপ মহল, কাঁকসা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুলদীপ সরকার, যুব সহ সভাপতি পিন্টু বাগদি সহ অন্যান্যরা।তৃণমূলের জেলা হিন্দি প্রকোস্ট সংগঠনের জেলা সভাপতি সিলটু ভূঁইয়া জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের মানুষকে দিনের পর দিন হেনস্থা করে চলেছে।১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রাজ্যের ১০০ দিনের শ্রমিকদের নিয়ে পথে নেমে প্রতিবাদে নেমেছিলেন তারা।লাগাতার তাদের আন্দোলন চলছে। আগামী দিনেও তাদের আন্দোলন জারি থাকবে যতক্ষন না কেন্দ্র সরকার তাদের বকেয়া টাকা মেটাচ্ছে। তার দাবি ১০০ দিনের কাজের টাকার দাবিতে রাজ্যের মানুষ কেন্দ্রের উপর ক্ষুব্ধ রয়েছে। যার প্রতিফলন আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে ঘটবে।বিজেপিকে রাজ্যের মানুষ দূর করে ছুঁড়ে ফেলে দেবে।তিনি বলেন নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সংস্থাকে বিক্রি করে চলেছে। তিনি দেশের মানুষকে বিক্রি করতে চাইছেন।তিনি বলেন ইডি আর সিবিআই এখন বিজেপির পাখি হয়ে গেছে। বিজেপি যেখানে বলে সেই গাছে গিয়ে বসে ইডি আর সিবিআই।
এদিন মহুয়া মৈত্র কে নিয়ে তিনি বলেন মহুয়া মৈত্র কে বিজেপি বহিস্কার করেছে।
ভারতের সংবিধান বহিস্কার করে নি। বাংলার মানুষ বাংলার মহিলারা মহুয়া মৈত্রের পাশে আছেন।
আগামী লোকসভা নির্বাচনে দেশের মানুষ বিজেপি কে দেশের বাইরে দূর করে ছুঁড়ে ফেলবে।