নিজস্ব প্রতিনিধি কাঁকসা:-মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা সকাল সকাল অবৈধভাবে বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালায়, এই যৌথ অভিযান চলাকালীন পানাগড় বাইপাশ সংলগ্ন এলাকা থেকে তিনটি বলি বোঝাই ট্রাক্টর আটক করেন আধিকারিকরা।ট্রাক্টার গুলিকে আটকে বৈধ কাগজ দেখতে চাইলে ট্রাক্টরের চালকরা বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাক্টর গুলিকে আটক করে কাঁকসা থানার পুলিশের অধীনে সেফ কাস্টডিতে রাখা হয়।
যদিও এই অভিযান চালিয়ে আটক করা ট্রাক্টরের কোনো চালককে আটক করা হয় নি বলে জানা গেছে। তবে ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে
ট্রাক্টরের মালিকদের বিরুদ্ধে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে মোটা অংকের জরিমানা করা হবে এবং এর পাশাপাশি বেআইনিভাবে বালি পাচার রুখতে আগামী দিনেও কাঁকসার বিভিন্ন প্রান্তে লাগাতার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।