মালদায় গঙ্গা কমিটির উদ্যোগে নদীর ঘাটে হাট*

 


পার্থ ঝা,মালদহ;-
ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার নমামী গঙ্গে প্রকল্পকে জনসাধারণের কাছে বাস্তবায়িত করার জন্য মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে  কালিয়াচক ২ নং ব্লকের সহযোগিতায় পঞ্চনন্দপুর পাগলা ঘাটে দুই দিনের" ঘাট পে ঘাট "অনুষ্ঠান আয়োজন করা করেছে।আজ তার শেষ দিন।এই হাটে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতের তৈরি বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে একাধিক জিনিস যেমন শীতের পোশাক, আমের আচার, ক্রিকেট খেলার সরঞ্জাম,মাটির তৈরী পুতুল, বিক্রি করতে দেখা যায়। পাশাপাশি ডেঙ্গু সচেতনতায় ফিভার ক্যাম্প খোলা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস ও জয়েন্ট বিডিও সৌরভ দেব প্রজ্জ্বলনের মাধ্যমে হাটের সূচনা করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নমামী গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস, কালিয়াচক -২ ব্লকের জয়েন্ট বিডিও সৌরভ দেব,হেড ক্লার্ক ধ্রুবজ্যোতি গোস্বামী মহাশয় সহ একাধিক নদীপ্রেমী মানুষ ।



নমামি গঙ্গের ভলেন্টিইয়ার ও ব্লকের পক্ষ থেকে গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জন সাধারণের মাঝে রীতিমতো সচেতনতার বার্তা প্রচার করছেন। কিন্তু সচেতনতার থেকে সাধারণ মানুষের কাছে এখন গঙ্গা ভাঙ্গনের বিষয়টি সব থেকে বেশি সমস্যা সম্মুখীন হয়েছে।

এই" ঘাট পে হাট" প্রসঙ্গে জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস বলেন ক্লিন গঙ্গা,পবিত্র গঙ্গা।এই গঙ্গা কে পরিষ্কার রাখা আমাদের সকলের দ্বায়িত্ব। 

পাগলাঘাট থেকে বহু মানুষ জল নিয়ে পুজো করেন ।ফলে বহু মানুষের সমাগম হয়।মানুষ এখানে এসে দেখবে আমাদের উদ্দেশ্য টা কি।আমরা শহর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি।একই ভাবে গঙ্গাকে পরিষ্কার রাখার চেষ্টা করছি।আমরা গঙ্গা কে স্ক্রিনিং এর ব্যবস্থা করেছে,যাতে কোন রকম নৌংরা জল এখানে না আসে।এই উদ্যোগ সাধারণ মানুষ কেই নিতে হবে।

নবীনতর পূর্বতন