জয়ন্ত মন্ডল , বীরভূম : প্রতিবছরের ন্যায় এ বছরেও মহাসমারোহে ধুমধাম করে নতুন ধানের চাল নিয়ে এই নবান্ন উৎসবকে পালিত করা হয় ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের সন্তোষপুর গ্রামের মোড়ল বাড়ির মা অন্নপূর্ণা পূজা।এই মোড়ল বাড়ির মা অন্নপূর্ণা পূজায় জন্য একটা দিন ধার্য করে ঐ দিন নবান্ন উৎসবকে পালিত করা হয় এবং গোটা গ্রাম জুড়ে এই উৎসবে মেতে ওঠে সকলে। নবান্ন উৎসবটি এক কথায় বলা যায় নতুন ধানের চাল নিয়ে সেটাকে পুজো দিয়ে তারপর খাওয়া হয়।এই নবান্ন উৎসবটি গ্রামগঞ্জে ধুম ধাম ভাবে মহাসমারোহে উদযাপিত হয় সন্তোষপুর ছাড়াও বিভিন্ন গ্রামে গঞ্জে।
এই পুজো মোড়ল বাড়ির পুজো, গোপাল চন্দ্র মন্ডল এবং সাতকরি মন্ডল তাদের ছেলেরাই এখন এই পুজো চালিয়ে যাই বলে জানা যায়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা পূজার সেবায়েত রামকৃষ্ণ মন্ডল তিনি জানান আমাদের এই পুজো মোড়ল বাড়ির ব্যক্তিগত পুজো কিন্তু আমাদের এই নবান্ন দিনের ধার্য দিনটিতেই গোটা গ্রাম একই দিনে নবান্ন উৎসবে মেতে ওঠে।তিনি এও বলেন আমাদের এই অন্নপূর্ণা পূজো বিগত ১০০ বছরের বেশি পুরনো এবং প্রশাসনিক সমস্ত নিয়মনীতি মেনেই আমরা পূজো চালিয়ে আসছি।এমনও নবান্ন উৎসব হওয়াতে সন্তোষপুর গ্রামবাসী এবং এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন।।