পার্থ ঝা, মানিকচক : প্রত্যেক বছরের মতো এ বছরও মা রক্ষাকালী পূজোয় মেতে উঠলেন মানিকচকবাসী।আনুমানিক ৩৫০ বছর ধরে মালদার মানিকচকের মথুরাপুর করমুটোলায় এই পুজো একই রীতিনীতি মেনে হয়ে আসছে। জানা গেছে, আনুমানিক ৩৫০ বছর আগে মানিকচক সহ গোটা মথুরাপুর জুড়ে ভয়াবহ কলেরা রোগ দেখা দেয়।
তাতে বহু মানুষের মৃত্যু হয়। সেই সময় এক সাধু বলেন মথুরাপুর করমুটলায় মা রক্ষা কালীপুজো করলে এই রোগ থেকে মুক্তি পাবে। তার কথা মতোই এলাকাবাসীরা মা রক্ষা কালীর পুজো আরম্ভ করেন।ধীরে ধীরে এলাকার থেকে কলেরা রোগ দূর হতে থাকে।সেই সময় থেকে আজও পুজো হয়ে আসছে।মায়ের প্রতিমা পুজোর দিনই তৈরি করা হয়।প্রতিমার উচ্চতা আনুমানিক এক থেকে দেড় হাত।পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসে।
এই দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুজো হয় এবং সূর্যোদয়ের আগে মায়ের প্রতিমা বিসর্জন করা হয়।মালদা জেলাণর পাশাপাশি ঝাড়খন্ড, বিহার রাজ্য থেকেও প্রচুর ভক্তরা আছেন।মানুষের বিশ্বাস ও আস্থা আছে মা রক্ষা কালীর ওপর।এই পুজোয় পাড়ায়তিন থেকে পাঁচ হাজার পাঠা বলি হয়।বর্তমানে মায়ের সুবিশাল মন্দির রয়েছে।প্রতি বছরের মতই এবছরও মানিকচক থানার পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
এদিন রাতে পুজোয় উপস্থিত হন দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল। গৌড় বাবু জানান, এই পুজো বহু ঐতিহ্যবাহী পুজো। আমি প্রতিবছরই পুজো দিয়ে আসছি মায়ের মন্দিরে। প্রচুর মানুষের সমাগম হয় এই পুজোয়।