Walk for Clean Air এই আবেদন নিয়ে পদযাত্রা

 


নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : শুক্রবার দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস  অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটি এবং  স্বেচ্ছাসেবী সংগঠন SwitchON Foundation এর উদ্যোগে এবং বেনাচিতি স্বপ্নপূরণ,ক্ষুদিরাম কিশোর বাহিনী, দুর্গাপুর অন্নপূর্ণা,  উত্তরায়ন ক্লাব,দিশারী সংঘ,দি মিশন পান্ডবেশ্বর, দশভুজা নারীশক্তি, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম সহ  আরো অনেক সামাজিক সংগঠনের সহযোগিতায় "বিশুদ্ধ বাতাসের জন্য হাঁটুন"


 শীর্ষক   পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় প্রান্তিকা পাঁচ মাথা মোড় থেকে শুরু হয়ে কাইজার মোড় পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রায় বিপুল মানুষের অংশগ্রহণ হয়েছে।

পদযাত্রার সূচনা করেন জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক জইনুল হক এবং বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী। 


 জলবায়ুর ঝুঁকি প্রশমিত করতে, আমাদের বায়ুকে বিশুদ্ধ করতে এবং কার্বনকে পৃথকীকরণে বিভিন্নরকম কর্মসূচিতে জোর দেওয়ার লক্ষ্যেই এই জনসচেতনতা কর্মসূচির আয়োজন।


আয়োজক সংগঠনের পক্ষে কবি ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।Walk for Clean Air এই আবেদন নিয়ে  পদযাত্রা


 আজ ১৭/১১/২৩ দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস  অ্যান্ড কালচারাল ক্লাবস কো-অর্ডিনেশন সোসাইটি এবং  স্বেচ্ছাসেবী সংগঠন SwitchON Foundation এর উদ্যোগে এবং বেনাচিতি স্বপ্নপূরণ,ক্ষুদিরাম কিশোর বাহিনী, দুর্গাপুর অন্নপূর্ণা,  উত্তরায়ন ক্লাব,দিশারী সংঘ,দি মিশন পান্ডবেশ্বর, দশভুজা নারীশক্তি, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম সহ  আরো অনেক সামাজিক সংগঠনের সহযোগিতায় "বিশুদ্ধ বাতাসের জন্য হাঁটুন"

 শীর্ষক   পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় প্রান্তিকা পাঁচ মাথা মোড় থেকে শুরু হয়ে কাইজার মোড় পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রায় বিপুল মানুষের অংশগ্রহণ হয়েছে।

পদযাত্রার সূচনা করেন জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক জইনুল হক এবং বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী। 



 জলবায়ুর ঝুঁকি প্রশমিত করতে, আমাদের বায়ুকে বিশুদ্ধ করতে এবং কার্বনকে পৃথকীকরণে বিভিন্নরকম কর্মসূচিতে জোর দেওয়ার লক্ষ্যেই এই জনসচেতনতা কর্মসূচির আয়োজন।


আয়োজক সংগঠনের পক্ষে কবি ঘোষ ও অঙ্কিতা চক্রবর্তী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নবীনতর পূর্বতন