পশ্চিম বর্ধমান জেলায় শুরু হল তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক বিজয়া সম্মেলনী অনুষ্ঠান


 নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমান জেলায় শুরু হল তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী লাউদোহা সৃষ্টি কমিউনিটি হল প্রাঙ্গনে।


এ দিনের বিজয়ের সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভি শিবদাসন দাশু, জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীকে মিষ্টিমুখ করানো হয় এবং পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। 


ইতিমধ্যেই, কলকাতা থেকে ব্লকভিত্তিক তারিখ সময় দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ব্লকের বিজয়া অনুষ্ঠানের জন্য। সেই মোতাবেক আজ থেকেই শুরু হলো পশ্চিম বর্ধমান জেলায় জুড়ে ব্লকভিত্তিক বিজয়া সম্মেলন। এবং আগামী ১০ই নভেম্বরের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লকে এই কর্মসূচি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের বিজয়া অনুষ্ঠানে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার রীতিনীতি মেনে সমাজের প্রত্যেকটি মানুষের সাথে এক এবং অভিন্ন হয়ে রয়েছে। 


প্রত্যেক বছর বাংলার এই মহান উৎসবে তৃণমূল কংগ্রেস সামিল হয়,তাই এই বছরও কোন অন্যথা হয়নি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমানবাসীকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও জানান জেলা সভাপতি।

নবীনতর পূর্বতন