বাড়ির পথ আটকে বিশ্রামাগার ও শৌচাগার তৈরি হরিপুরে অভিযোগ বাড়ির মালিকের

 


নিজস্ব প্রতিনিধি, মানিকচক : মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত একটি টেন্ডার পাশ করেন হরিপুর সংসদের জন্য, যেখানে নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু এ নির্মাণ কাজ নিয়েই ওঠে অভিযোগ। হরিপুর এলাকায় জোরপূর্বক বিশ্রামাগার ও শৌচালয় তৈরি করাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান দেবাশিষ মন্ডল এমনই অভিযোগের তীর টেনেছেন বাড়ির মালিক রতন মন্ডল। উল্লেখ্য, রতন মন্ডল এলাকায় কিছু রায়ত সম্পত্তি কেনেন বছর তিনেক আগে। সেই সম্পত্তির সামনের অংশ সরকারি খাস রয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান তার বাড়ির প্রবেশ ও বাহির পথ ওই একটি। যেখানে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজন বলপূর্বক নির্মাণটি চালিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করে জানান বিগত পঞ্চায়েত ভোটে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার করেছিলেন এবং তিনি একজন তৃণমূল কর্মী ফলে বিগত দিনের সেই আক্রোশকে কাজে লাগিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে। সম্পূর্ণ ঘটনার বিবরণ জানিয়ে মানিকচক বিডিও অফিস ও থানায় লিখিত অভিযোগ জমা করেন।


এ প্রসঙ্গে অভিযোগকারী জানান,আমি একজন তৃণমূল কর্মী সেই আক্রোশকেই কাজে লাগিয়ে জোরপূর্বক আমার বাড়ির সামনের অংশ এ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বিজেপি প্রধান। এই নির্মাণ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে রীতিমতন মারধর করা হয়েছে আমাকে। আমি প্রশাসনের হস্তক্ষেপ চাইছি। আমার সমস্যার সুরাহা করার আবেদন রাখছি প্রশাসনের কাছে।


তবে পঞ্চায়েতের প্রধান কে প্রশ্ন করা হলে এই প্রসঙ্গে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশীষ মন্ডল ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি।


অন্যদিকে বিজেপি নেতা গৌড়চন্দ্র মন্ডল জানান, এ বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে আমি জানলাম। আমি খোঁজ নিয়ে দেখছি। ভারতীয় জনতা পার্টির সর্বদাই মানুষের পাশে থাকে। আমাদের মানবিক চিন্তাভাবনা রয়েছে। কে কোন রাজনীতিক দল করবে সে কথা বড় নয় মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধানের করার কথা আমরা সর্বদাই ভাবি।

নবীনতর পূর্বতন