ইলামবাজার ব্লকের ঘুড়িষা অঞ্চলে উদয়পুর গ্রামে পূর্ণ তিথিতে বাবা গোসাই দেবের পুজো মহাসমারহে উদযাপিত হলো

 


জয়ন্ত মন্ডল, বীরভূম : ইলামবাজার ব্লকের ঘুরিসা অঞ্চলের উদয়পুর গ্রামে পূর্ণ তিথিতে বাবা গোসাই এর রীতি ও দিন মেনে মহাসমারহে পূজো উদযাপিত হলো।


 এই পুজো প্রত্যেক বছর এই দিনে মহাসমারহে হয়ে আসছে। বাবা গোসায়ের পূজো উদয়পুর গ্রামবাসী মোড়ল বাড়ির তরফ থেকেই রীতিকে মেনে এই পুজো করা হয়। এই পূজোয় উদয়পুর গ্রামবাসী একত্রিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং সকলে মিলে সামিল হয়। 


সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামবাসী উত্তম ধারা তিনি জানান এই পুজো বিগত পাঁচ বছর ধরে হয়ে আসছে। কমবেশি ১২০০ থেকে ১৫০০ জন নরনারায়ণের সেবার ব্যবস্থাও করা হয়, এই পুজো সেবায়েত তথা মোড়ল বাড়ির তরফ থেকে। 


উদয়পুর গ্রামবাসী ছাড়াও পার্শ্ববর্তী গ্রাম থেকে সকলে মিলে এসে এই নারায়ন সেবা তথা বাবা গোঁসাইয়ের অন্নপ্রসাদ গ্রহণ করেন। উদয়পুর গ্রামবাসী সকলে মিলে এই পুজোয় শামিল হন এবং হাত মেলান। এই পুজোকে কেন্দ্র করে সারা রাত্রিব্যাপী এক কীর্তন গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।



বাবা গোঁসায়ের পূজো এবং নরনারায়ণের সেবা ও কীর্তন গান এত সুন্দর অনুষ্ঠান করার জন্য উদয়পুর গ্রামবাসী তথা এলাকাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন।

নবীনতর পূর্বতন