পার্থ ঝা, মানিকচক : শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে। প্রতিবছরের মতো এইবারও মালদার মানিকচকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেখপাড়া যুব সংঘের তরফে কাবাডি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
শুক্রবারে রাতে কাবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ আরম্ভ করেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত এবং পরিবহন কর্মধ্যক্ষ অরুপ কুমার দাস। মালদার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি দল কাবাডি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। দিবারাত্রি পর্যন্ত চলে কাবাডি প্রতিযোগিতা।
কাবাডি প্রতিযোগিতাকে কেন্দ্র করে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও এদিন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নুরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মুকুন্দ সরকার, বিশিষ্ট সমাজসেবী মুখেলেসুর রহমান সহ অন্যান্যরা।
এদির জয়ী দলের হাতে নিজের তরফ থেকে পুরস্কৃত করেন পূর্ত কর্মাধ্যক্ষ অরুপ কুমার দাস। এ বিষয়ে অনুপ কুমার দাস বলেন, প্রতিবছর নুরপুর সেখপাড়া যুব সংঘের তরফে কাবাডি প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই বছর খেলায় অংশগ্রহণ করে খুব ভালো লাগছে। ফিতা কেটে খেলার আরম্ভ করলাম এবং পরবর্তীকালে এই ক্লাবের পাশে থাকবো।