রাজ সারাফ, কাঁকসা : বাংলায় ভালো বাজার রয়েছে।বাংলার মানুষ যথেষ্ট সাহায্য করছে। বাজারে বেশ চাহিদা রয়েছে।
যার কারণে ২০১২ সালে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে গড়ে তোলা হয় জনসন কোম্পানির টাইলসের কারখানা।
বাম জামানায় অধিগৃহিত জমিতে তৃণমূল সরকারে গড়ে ওঠে এই কারখানা।
দীর্ঘ ১০ বছর ধরে গড়ে ওঠা এই কারখানায় নানা ধরণের টাইলস বানিয়ে তা বাজারে ছাড়ার জন্য প্রস্তুত।
এই বিষয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ডিলারদের নিয়ে বৈঠক করা হয়।
এবং কারখানার উৎপাদিত টাইলস এর প্রদর্শন করা হয়।
এদিন কারখানা কর্তৃপক্ষ জানান প্রায় ৬৬ একর জমির উপর গড়ে ওঠা এই কারখানায় বর্তমানে প্রতিদিন ১৮ হাজার স্কয়ার মিটার প্রোডাকশন হোচ্ছে।
তাদের এই কোম্পানি আগে ওয়াল টাইলস তৈরি করলেও বর্তমানে মেঝে তে পাতার নানা ধরণের টাইলস তৈরি করে থাকেন।
তাদের দাবি তারা মানুষের কাছে উন্নত মানের প্রোডাক্ট দিতে চান।
তাই ইস্ট ইন্ডিয়ার মধ্যে কারখানা গড়তে বেশি টাকা খরচ হলেও মানুষের কাছে উন্নতমানের জিনিস তারা দিতে পারবেন।
গ্রাহকদের কাছে সস্তা না হলেও একটা ভালো উন্নতমানের জিনিসের যা দাম হওয়া উচিত সেই দামেই গ্রহিকরা টাইলস পাবেন।
সাথে আজীবন পালিশের গ্যারান্টি থাকবে।
তারা চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের টাইলস তৌরি করছেন।
যেমন হাসপাতালে ক্যানসার রুগীদের রাখা হয় এবং চিকিৎসা হয়।
যেখানে রেডিয়েশন শুষে নেয়।
তারা এমনও টাইলস বানান যেটা বাথরুমে স্নানের সময় টাইলসের উপরে সাবান পড়লেও পা পিছলাবে না।
এমনই নানান ধরণের টাইলস তারা বানাচ্ছেন।
এতদিন ভিন রাজ্য থেকে ব্যবসায়ীদের টাইলস আমদানি করতে হতো।
তাতে টাকা চোট হওয়ার রিস্ক থাকতো।
বর্তমানে তাদের কারখানায় লোকাল ও রাজ্যের অন্যান্য প্রান্তের ব্যবসায়ীরা সরাসরি এসে তাদের পছন্দ করা টাইলস দেখে অর্ডার দিতে পারবেন।