ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলে টিকরবেতা গ্রামের ফুটবল ময়দানে জাগরণী মাতৃ সংঘের পরিচালনায় ফুটে উঠল সার্বজনীন জগধাত্রী পূজা

 

জয়ন্ত মন্ডল, বীরভূম : ২০ শে নভেম্বর সোমবার,ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলে টিকরবেতা গ্রামে জাগরণী মাতৃ সংঘের পরিচালনায় মহাসমারহে উদযাপিত হল সার্বজনীন জগধাত্রী পূজা। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজরুল রহমান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, বীরভূম জেলা কমিটির সদস্য রবি মুর্ম ও জয়দেব কেন্দুলি অঞ্চল কোনভেনার সেখ সাত্তার ও শান্তু ঘোষ, জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস ও সহকর্মীরা।  আমরা জানি জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণনগর ও চন্দননগর শহর, কিন্তু শহর থেকে গ্রাম কোন পুজো কোন অনুষ্ঠানে পিছিয়ে নেই সেটা দেখা গেল টিকরবেতা গ্রামে । 


এই সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর বৈশিষ্ট্য হলো প্রতিমার মুখশ্রী,সাজ সজ্জা,চোখ ধাঁধানো মন্ডপ এবং অসাধারণ আলোর কারুকার্য যা দেখতে টিকর বেতা গ্রামে পার্শ্ববর্তী গ্রাম থেকে বিভিন্ন মানুষ ভিড় করে ও এই পুজো দর্শন করতে আসেন। এই পূজার আরও একটা বৈশিষ্ট্য হলো ২ দিন সারারাত একটি নির্দিষ্ট সময় ধরে বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠান আয়োজিত হয়। 


জগদ্ধাত্রী মাতার পূজাকে কেন্দ্র করে, সারা গ্রাম ছোট বড় সবাই মিলে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজরুল রহমান জানান "ধর্ম যার যার উৎসব সবার" তাই যে কোন অনুষ্ঠান যে কোন পুজোয় আমরা একত্রিত হয়ে সঠিকভাবে কোন বিশৃঙ্খলা ছাড়াই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হব। এবং এই পুজো আগামী দিনে আরও বড় এবং উন্নত মানের পরিকাঠামো দিয়ে পূজোয় সাজসজ্জা, হোক আমরা এটাই চাই তার জন্য যেটুকু সাহায্য এবং সহযোগিতা দরকার আমরা পাশে আছি এবং থাকব। 


এখনো চিন্তাভাবনা কে বাস্তবে রূপান্তরিত করার জন্য ঠিক করবে তা গ্রামবাসী ও এলাকাবাসী জাগরণী মাতৃ সংঘের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।।

নবীনতর পূর্বতন