এডিডিএ চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রানিসায়ের মোড়ে যুব সমিতি আয়োজিত কালীপুজো মণ্ডপ উদ্বোধন

 


নিজস্ব প্রতিনিধি, রানিগঞ্জ : আসানসোল পৌর কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের রানিগঞ্জ রানীসায়ের মোড়ে যুব সমিতির আয়োজিত কালীপুজা মণ্ডপ উদ্বোধন করেন এলইডিএস চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়। 


এছাড়াও উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানিগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর রূপেশ যাদব, মেয়র কাউন্সিলের সদস্য সুব্রতো অধিকারী, স্থানীয় বাসিন্দা ও সিনিয়র সাংবাদিক পশ্চিমবঙ্গ হিন্দি স্পিকিং অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মহম্মদ আলি হুসেন, কয়লা খনি শ্রমিকের সম্পাদক দেবানন্দন পাসওয়ান এবং সমাজসেবী মুনমুন তিওয়ারি আরো অনেকে।


 এই কালীপুজো উদ্বোধনী অনুষ্ঠানে এসে তাপস ব্যানার্জি জানিয়েছেন যে যুব ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক নিযুক্ত হয়েছেন সাধন কুমার সিং। তিনি সমগ্র রানিগঞ্জ শহর এলাকার জন্য একটি উদাহরণ তাই প্রতি বছর তিনি এই পূজার উদ্বোধন করতে আসেন এবং ভবিষ্যতেও আসতে থাকবেন। যুব সমিতির সম্পাদক ও তৃণমূল কংগ্রেস নেতা সাধন কুমার সিং জানান, গত ৩৬ বছর ধরে রাণীসায়ার মোডে যুব সমিতির উদ্যোগে কালী পূজার আয়োজন করা হচ্ছে, যেখানে সকলে মিলে এই অনুষ্ঠানের আয়োজন করে, রানীসায়ারের লোকেরা। 


রাণীসায়ার মোড জাতীয় সড়কের উপর অবস্থিত বলে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই কালীপুজোটি শুরু করা হয়েছিল, যার পরে এখানে দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেয়েছে এবং এই পূজাটি পুরো এলাকায় সবচেয়ে ধুমধাম করে পালিত হয় যেখানে এলাকার লোকজন মায়ের আশীর্বাদ নিতে আসেন।


 উনি আরো জানিয়েছেন কমিটির সদস্য সঞ্জয় সাভ, অমিত কুমার সাভ, বান্টি যাদব, মধুসূদন যাদব ও রাহুল পাসওয়ান এই কালীপুজো অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নবীনতর পূর্বতন