নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও সুইচ অন ফাউন্ডেশন এর উদ্যোগে এবং HulladeK সংস্থার সহযোগিতায় নিয়ে বিধাননগর ডিডিএ মার্কেটে অবস্থিত জীবনদান ভবনে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি বৃহৎ কর্মকান্ডের সূচনা করা হল।
বিভিন্ন পরিবারগুলি থেকে বাতিল হওয়া কম্পিউটার, মোবাইল ফোন,ডিভিডি প্লেয়ার সিএফএল বাল্ব ইত্যাদি ই-বর্জ্য তুলে দেওয়া হয়েছে Hulladek এ গাড়িতে।
স্থির করা হয়েছে যে জীবনদান ভবনে একটি ই-বর্জ্য রাখার বিন থাকবে সেখানে অধিবাসীরা এসে তাদের সামগ্রী দিয়ে যাবেন। বিন ভর্তি হয়ে গেলে গাড়ি এসে এই সব ই-বর্জ্য নিয়ে যাবেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের কর্মী কবি ঘোষ, অঙ্কিতা চক্রবর্তী, সমীর ব্যানার্জি, সন্তোষ পাল,মধুসূদন ঘটক, রাজেশ পালিত ও অনান্যরা।
কবি ঘোষ জানিয়েছেন -দেশে এখন বছরে মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন ই-ওয়েস্ট তৈরি হচ্ছে। সিসা, ফাইবার গ্লাস, কার্বন, সিলিকন, পারদ- পণ্য ইত্যাদির কারণে নানাভাবে দূষণ ঘটছে। ই-বর্জ্য জমা - সংগ্রহ ও প্রয়োজনীয় রিসাইক্লেনিং প্রকৃতি রক্ষার জন্য বিশেষ ভাবে দরকার।জনগনের মধ্যে বিপুল সচেতনতা গড়ে তুলতে হবে। সরকারের ভূমিকা জোরদার করতে হবে।