ই-শ্রম কার্ড করানোর নামে প্রতারণা চক্র ছাতনায়, ধৃত ১০ অভিযুক্ত পুলিশের জালে


বাঁকুড়া : কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের ই- শ্রম কার্ড করিয়ে দেওয়ার নামে চলছিল প্রতারণা চক্র। স্থানীয় সুত্রে খবর পেয়ে রাত্রেই প্রতারণা চক্রে অভিযান চালিয়ে মোট ১০ জনকে গ্রেপ্তার করল ছাতনা থানা পুলিশ। ছাতনার ঝাটিপাহাড়ি এলাকার ঘটনা। স্থানীয় সুত্রে খবর ঝাঁটিপাহাড়ির ব্যাংক মোড় সংলগ্ন এক বেসরকারি লজ থেকে ধৃতদের গ্রেফতার করা হয় । কেন্দ্রীয় সরকারের ই - শ্রম কার্ড করিয়ে দেওয়ার নাম করে ঝাঁটিপাহাড়ি রেলওয়ে রেক পয়েন্টর মাল লোডিং আর লোডিং এর কাজে যুক্ত শ্রমিকদের কাছে থেকে আধার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য নথিপত্র সংগ্রহ করছিলেন অভিযুক্তরা । পরে কথাবার্তার কিছু অসংগতি উঠে এলে স্থানীয় মানুষ খবর দেন ছাতনা থানায় । 


স্থানীয় সুত্রে খবর প্রায় দুই থেকে তিন দিন ধরে ঝান্টিপাহাড়ির ব্যাংক মোড় এলাকার একটি বেসরকারি লজে থেকে সমস্ত কাজকর্ম চালাচ্ছিলেন তারা। এর পরেই মঙ্গলবার রাত্রে নাগাদ পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ ধৃতদের কাছ থেকে ২ টি ল্যাপটপ, পাঁচটি রেজিস্টার খাতা সহ ফর্ম বাজেয়াপ্ত করে। এই বিষয়ে জেলা পুলিশের ডিএসপি ডিএন্টি সুপ্রকাশ দাস বলেন ই-শ্রম কার্ড করিয়ে দেওয়ার নামে একটি দল ঝান্টিপাহাড়ি এলাকায় আধার কার্ড সহ অন্যান্য নথি সংগ্রহ করছিল। সাধারণ মানুষের সন্দেহ হওয়ায় তারা খবর দেন ছাতনা থানাতে। 



সেখানে পুলিশ গিয়ে তাদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করলে অভিযুক্তরা কোন বৈধ নথি দেখাতে পারেননি। এর পরেই তাদের গ্রেপ্তার করা হয়।অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। 


 স্থানীয় সূত্রে খবর গত দুই থেকে তিন দিন ধরে তারা ঝান্টিপাহাড়ি এলাকায় এই কার্যকলাপ চালাচ্ছিল। 

বুধবার সকাল নাগাদ ছাতনা থানার পুলিশ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করলে আদালন অভিযুক্তদের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়।
 

নবীনতর পূর্বতন